4G ডাউনলোড স্পীডে সবচেয়ে এগিয়ে Airtel, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

ওপেন সিগন‍্যাল 4জি ডাউনলোড স্পীড সম্পর্কে তাদের নতুন রিপোর্টে জানিয়েছে এয়ারটেল এবার জিওকে পেছনে ফেলে এগিয়ে গেছে। ওপেন সিগন‍্যালের রিপোর্ট অনুযায়ী এই বছর অর্থাৎ 2020 সালের এপ্রিল মাসে এয়ারটেলের গড় ডাউনলোড স্পীড দেখা গেছে 10.1 এমবিপিএস। এই লিস্টে 9.5 এমবিপিএস গড় স্পীডের সঙ্গে ভোডাফোন দ্বিতীয় এবং 9.2 এমবিপিএস গড় স্পীডের সঙ্গে আইডিয়া তৃতীয় স্থানে রয়েছে। রিলায়েন্স জিও 7.3 এমবিপিএস গড় ডাউনলোড স্পীডের সঙ্গে চতুর্থ স্থানে নিজের জায়গা করে নিয়েছে। 

আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Realme Smart TV, কয়েক দিনের মধ‍্যেই চলে আসবে মার্কেটে এবং টক্কর দেবে Xiaomi TV কে

এয়ারটেল এবং ভোডাফোন নেটওয়ার্কে আগের তুলনায় 1.5 এমবিপিএস স্পীড বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া জিও 4জি পরিষেবার ক্ষেত্রে 98.2% এর সঙ্গে প্রথম স্থান পেয়েছে। আবার 4জি পরিষেবার ক্ষেত্রে এয়ারটেল জিওর থেকে সামান্য পিছিয়ে। এয়ারটেল এক্ষেত্রে 94.5 শতাংশ পরিষেবা দিতে সক্ষম।

অন‍্যদিকে ভোডাফোন এবং আইডিয়া তাদের ব‍্যবসার ক্ষেত্রে জোটবদ্ধ হলেও ট্রাইয়ের মতোই ওপেন সিগন‍্যাল‌ও তাদের লিস্টে ভোডাফোন ও আইডিয়া 4জি উপলব্ধতার বিষয়টি আলাদা আলাদা ভাবে দেখিয়েছে। ভোডাফোন তাদের গড় 4জি উপলব্ধতার ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি বাড়িয়েছে। এই লিস্টে ভোডাফোন 82.6 শতাংশ এবং আইডিয়া 83.8 শতাংশ পরিষেবা দিতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: 32 MP ডুয়েল সেলফি ক‍্যামেরা, 8 GB RAM এবং 4500 mAh ব‍্যাটারীর সঙ্গে আন্তর্জাতিক স্তরে লঞ্চ হল Vivo V19, প্রতিযোগিতার মুখে Xiaomi

এছাড়া ভারতে জিও 9.2 স্কোর (সর্বাধিক 10 স্কোরের মধ্যে) পেয়ে দেশবাসীর 4জি কভারেজ এক্সপেরিয়েন্সে টপ করেছে। এয়ারটেল এই লিস্টে এয়ারটেল 6.8 স্কোরের সঙ্গে দ্বিতীয় স্থান পেয়েছে। এক‌ইভাবে আইডিয়া ও ভোডাফোন এই ক‍্যাটাগরিতে যথাক্রমে 4.5 ও 4 স্কোর পেয়েছে।

এছাড়া ওপেন সিগন‍্যাল‌ তাদের রিপোর্টে জানিয়েছে এয়ারটেল তাদের ভিডিও এক্সপেরিয়েন্স প‍্যারামিটারেও যথেষ্ট উন্নতি করেছে। এই লিস্টে 40 থেকে 55 এর মধ‍্যবর্তী স্কোরকে “ভালো” এবং এর ওপরের স্কোরকে অর্থাৎ 55 থেকে 65 স্কোরকে”ফেয়ার” বলে গণ্য করা হয়। ভোডাফোন‌ও অবশ্য এই স্কোর ম‍্যাচ করে।

আরও পড়ুন: Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Honor Play 4T এবং Play 4T Pro এর ফুল স্পেসিফিকেশন

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে Netflix এর স্পীড ইন্ডেক্সে জিও ফাইবারের গড় স্পীড 3.63 এমবিপিএস লক্ষ্য করা গেছে এবং এই স্পীডের সঙ্গে কোম্পানি প্রথম স্থান পেয়েছে। এবার কোম্পানি এয়ারটেল ও স্পেট্রার মতো ব্রডব্যান্ড প্রোভাইডারদের থেকেও এগিয়ে গেছে। 

আমেরিকার ভিডিও স্ট্রিমিং প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্স প্রতি মাসে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের স্পীডের রিপোর্ট পেশ করে। গত জানুয়ারি মাসে কোম্পানি এই ধরনের যে রিপোর্ট জারি করে সেখানে প্রথম স্থানে জিও ফাইবার এবং দ্বিতীয় স্থানে এয়ারটেল ছাড়াও আর‌ও কিছু কোম্পানির উল্লেখ ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here