Xiaomi, Realme, Samsung, OPPO, Vivo সহ OnePlus, iQOO, POCO, Infinix এবং Tecno এই সব মোবাইল ব্র্যান্ড গুলি অন্যান্য মোবাইল ব্র্যান্ড গুলির তুলনায় নিজের ফোন গুলিকে বেস্ট তৈরি করে। কিন্তু এই সমস্ত স্মার্টফোনে Android OS কমন থাকে। Google প্রত্যেক বছরে নিজের নতুন অপারেটিং সিস্টেম পেশ করে এবং এই বছরেও নতুন অ্যান্ড্রয়েড ওএস Android 13 পেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। গুগল অ্যান্ড্রয়েড 13 এর প্রিভিউ ভার্সন পেশ করে দিয়েছে এবং খুব শীঘ্রই Android 13 Beta মার্কেটে আসতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড 13 ডেভেলপার প্রিভিউ-এ টেস্টিং মোডে আছে কিন্তু এখন থেকেই নতুন অ্যান্ড্রয়েড ওএসের ফিচার গুলি সম্পূর্ণ টেক জগতের নজর নিজের প্রতি আকৃষ্ট করছে। এই আর্টিকেলে আসন্ন অ্যান্ড্রয়েড ওএসের এরকম কিছু অসাধারণ ফিচারের সম্পর্কে বলা হবে, এই ফিচার গুলি স্মার্টফোন ব্যবহার করার ধরন বদলে দিতে চলেছে। এই সমস্ত অসাধারণ এবং অ্যাডভান্স ফিচার গুলি Android 13 এ দেখা যেতে পারে।
Android 13 Features
Multiple Enabled Profiles
মাল্টিপল এনাবেল্ড প্রোফাইল (MEP) ফিচারের সমালোচনা এখন সর্বাধিক চলছে। গুজব শোনা যাচ্ছে, এই ফিচারের মাধ্যমে যেকোনো মোবাইলে দুটি ফিজিক্যাল সিমের সাথে একটি eSIM ও ব্যবহার করা যাবে। সাধারণত মার্কেটে উপস্থিত মোবাইল ফোন গুলিতে ফিজিক্যাল সিম অথবা ইসিম-এর ব্যবহার করা যায়। কিন্তু অ্যান্ড্রয়েড 13 ইউজাররা নিজের ফোনে একসাথে তিনটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।
Notification Permission
স্মার্টফোনে কোনো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করার সময় সেটি ক্যামেরা, মাইক্রোফোন, ব্লুটুথ, কল এবং কন্ট্যাক্ট ইত্যাদি অ্যাক্সেস করার পারমিশন চায়। Android 13-এ এই অ্যাপ গুলি কোন ফিচারের অ্যাক্সেস করছে তার তথ্য ইউজাররা পাবে। এর সাথেই কোন অ্যাপের এলার্ট নোটিফিকেশন বারে দেখতে চান এবং কোনটি দেখতে চান না সেটিও ইউজাররা পছন্দ করতে পারবেন।
Downgradable Permissions
নোটিফিকেশন পারমিশনের মতোই ডাউনগ্রেডেবেল পারমিশনও অ্যান্ড্রয়েড 13-এর বড়ো ফিচার হয়ে উঠতে পারে। কোনো অ্যাপকে ফোন ফাংশানের অ্যাক্সেস দেওয়ার পরে সেই অ্যাপটি ফোনের ফিচারের ব্যবহার না করলে, অপারেটিং সিস্টেম নিজে থেকে ওই অ্যাপের থেকে ফিচারের অ্যাক্সেস বন্ধ করে দেবে। অর্থাৎ, কোনো অ্যাপ কোনো ফিচারের ব্যবহার না করলে, সেই ফিচারের অ্যাক্সেস ডাউনগ্রেড করে দেওয়া হবে এবং অটোমেটিক পারমিশন রিভল্ভ হয়ে যাবে।
Bluetooth LE Audio
Android 13-এ মোবাইল ইউজাররা ব্লুটুথ লো এনার্জি অডিও (LE Audio) এর সাপোর্ট পাবে। পাঠকদের জানিয়ে দিই, যে এই ফিচারটি নেক্সট জেনারেশন ওয়ারলেস অডিও। এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজের অডিও ব্রডকাস্ট করার সাথে অন্য লোকেদের সাথে শেয়ারও করতে পারবে। এর সাথেই এটিকে পাব্লিক ব্রডকাস্ট হিসেবে সাবস্ক্রিপশনও অ্যাক্টিভ করা যাবে। এই ফিচারে স্বল্প ব্যাটারি খরচে হাই কোয়ালিটি অডিও পাওয়া যাবে।
Photo Picker
অ্যান্ড্রয়েড 13 এর এই ফিচারটি সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ফোটো পিকার ফিচারের মাধ্যমে ফোনে এবং গুগল ক্লাউডে সেভ থাকা ফোটো, ভিডিও অন্য অ্যাপের সাহায্য ছাড়াই ডায়রেক্ট অন্য কাউকে শেয়ার করা যাবে। এই ফিচারের মাধ্যমে ফোনে ডাউনলোড করা অ্যাপ গুলিকে ফোটো গ্যালারির অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন