ভারতে এখনও পর্যন্ত কিছু স্মার্টফোন কোম্পানি সিদ্ধান্ত নিতেই পারেনি যে তাদের কোন কোন ফোনে সবার আগে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে, অথচ অন্যদিকে গুগল এই অপারেটিং সিস্টেমের পরবর্তী এবং অ্যাডভান্স জেনারেশন অ্যান্ড্রয়েড 13 সম্পর্কে তথ্য জানিয়েছে। খবর পাওয়া গেছে কোম্পানি অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারনাল নাম তিরামিসু (Tiramisu) নামের একটি মিষ্টি খাবারের নামে রেখেছে। জানিয়ে রাখি গুগল সার্বজনিকভাবে তাদের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য খাবারের নাম ব্যবহার করা বন্ধ করে দিলেও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইন্টারনাল কাজের জন্য এইসব নামই ব্যবহার করা হয়। XDA এর এডিটর মিশাল রহমান টুইটের মাধ্যমে গুগলের আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর তথ্য জানিয়েছেন।
Android 13
রহমানের টুইট থেকে আপকামিং অ্যান্ড্রয়েড 13 এর নাম জানা গেছে। তিনি কিছু কোডের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে নাম দেখা গেছে। মনে করিয়ে দিই গুগল দুই বছর আগে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের মধ্য দিয়ে তাদের খাবারের নামের পরম্পরা ছেড়ে নাম্বার বেসড নেমিং সিস্টেমে চলে গেছে এবং একইভাবে এই বছর অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে।
Android 10 OS থেকে বদলে গেছে নিয়ম
এর আগে কোম্পানি বিভিন্ন খাবারের নামে অপারেটিং সিস্টেম লঞ্চ করলেও Android Q এর সময় থেকে এই নিয়ম বন্ধ করে দেয়, এক্ষেত্রে একে কোনো খাবারের নামের বদলে অ্যান্ড্রয়েড 10 বলা হয়। উল্লেখ্য তখন অনেকে এই অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য Quiche নাম প্রস্তাব করেছিলেন। প্রসঙ্গত অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম, হিসাব মতো যাকে ‘S’ আদ্যাক্ষর যুক্ত কোনো নামে ডাকার কথা শোনা যায় অভ্যন্তরিনভাবে একে ‘স্নো কোন’ বলে ডাকা হয়।
Android 12
এই বছর গুগল তাদের পরম্পরা বজায় রেখে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্ৰেডেড হিসেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল। আশানুরূপ আপডেট ও ফিচারের সঙ্গে লঞ্চ করা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম মার্কেটে ইউজারদের মন জয় করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত কোনো কোম্পানি এই ওএসের সঙ্গে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। তবে আগামী দিনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমযুক্ত মোবাইল ফোনের সেল শুরু হয়ে যাবে। এই অপারেটিং সিস্টেমে Deeply Personal, Private and secure এবং Better Together এর মতো ফিচার দেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত লঞ্চ হওয়া Android OS এর নাম
- Android 1.5: Cupcake
- Android 1.6: Donut
- Android 2.0: Eclair
- Android 2.2: Froyo (Frozen Yogurt)
- Android 2.3: Gingerbread
- Android 3.0: Honeycomb
- Android 4.0: Ice Cream Sandwich
- Android 4.1: Jelly Bean
- Android 5.0: Lollipop
- Android 6.0: Marshmallow
- Android 7.0: Nougat
- Android 8.0: Oreo
- Android 9.0: Pie
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন