দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে অ্যাপেল তাদের ফোল্ডেবল আইফোনে কাজ করছে। কয়েক দিন আগেই আবার খবর পাওয়া গেছে কোম্পানি Samsung Galaxy Z Flip এর মতো clamshell ডিজাইনের ফোনে কাজ শুরু করে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত স্বয়ং অ্যাপেল এবিষয়ে কিছু জানায়নি। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের ফোল্ডেবল স্মার্টফোন iPhone Stylus সাপোর্টের সঙ্গে পেশ করা হতে পারে। তবে এখনই বলা সম্ভব নয় যে Stylus হিসেবে Apple Pencil দেওয়া হবে না কি কোনো নতুন Stylus পেশ করা হবে।
আরও পড়ুন: এখন আরও সস্তা 5000mAh ব্যাটারীযুক্ত Samsung Galaxy M11, জেনে নিন নতুন দাম
এর আগে প্রকাশিত Cupertino এর রিপোর্টে বলা হয় যে কোম্পানি একটি Ceramic Shield গ্লাস ব্যবহার করবে যা ফোল্ড বা আনফোল্ড হওয়ার সময় স্ক্রিন কেমিক্যালের দিক থেকে ঠিক রাখবে। নতুন রিপোর্ট অনুযায়ী 2023 এর মধ্যে এই ফোন তৈরি করা হয়ে যাবে। দেরি করে লঞ্চ করার ফলে ফোনে ব্যবহৃত পার্টসের দাম কমে যাবে এবং ডিভাইসটিও কম দামে সেল করা হবে।
বিশেষত্ব
অ্যাপেলের এই স্মার্টফোন 7.3 ইঞ্চি থেকে 7.6 ইঞ্চির মধ্যবর্তী সাইজে পেশ করা হবে। এতে ওএলইডি প্যানেল দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের এই ফোল্ডেবল ফোন অন্যান্য কোম্পানির চেয়ে কম দামে সেল করা হবে, তবে উল্লেখ্য ফোনটি মার্কেটে আসতে দেরি আছে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারীর সঙ্গে লো বাজেট ক্যাটাগরিতে ভারতে আসছে Moto E7 Power, দাম হবে 10,000 টাকারও কম
iPhone 13 সিরিজে থাকবে চারটি মডেল
জানিয়ে রাখি কয়েক দিন আগে টেক অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছিলেন এই বছর আইফোন 13 সিরিজে iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max নামের চারটি স্মার্টফোন লঞ্চ করবে এবং এদের ডিজাইন ও স্পেসিফিকেশন যথেষ্ট অ্যাডভান্স হবে।
এছাড়া কয়েক দিন আগে EverythingApplePro এবং Prolific Tipster Max Weinbach এর পেশ করা রিপোর্ট থেকে জানা গেছে, আগামী আইফোন মডেলগুলিতে iPad Pro এর মতো 120 হার্টস প্রমোশন ডিসপ্লে থাকতে পারে। EverythingApplePro ইউটিউব চ্যানেলে টিপস্টার Max Weinbach আইফোন 13 সিরিজ সম্পর্কে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia 5.4, স্পেসিফিকেশনের ক্ষমতায় প্রতিযোগিতায় ফেলবে চাইনিজ ব্র্যান্ডগুলিকে
ডিজাইন সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে এই বছর অ্যাপেল খুব একটা পরিবর্তন করবে না। ভিডিওতে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হিসেবে অলওয়েজ অন ডিসপ্লের কথা বলা হয়েছে। ডিটেইলস অনুযায়ী এই অলওয়েজ অন ডিসপ্লেতে সব সময় টাইম ও ব্যাটারী আইকন দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন