লঞ্চ হল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পড় এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্মার্টফোন Apple iPhone 16 লঞ্চ করে দেওয়া হয়েছে। এই বসিরিজের অধীনে কোম্পানির পক্ষ থেকে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই দুটি ফোনে Apple 3nm A18 Pro চিপসেট এবং Grade 5 টাইটেনিয়াম বডি রয়েছে। এই পোস্টে সিরিজের সবচেয়ে বড় মডেলদুটি অর্থাৎ iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max সম্পর্কে আলোচনা করা হল।

এই বছর কোম্পানি তাদের Pro মডেলে নতুন ‘ক্যাপচার’ বাটন যোগ করা হয়েছে। এই বাটনটি DSLR এর শাটার বাটনের মতো কাজ করবে। iPhone 16 Pro এবং Pro Max ফোনে পাতলা বেজল এবং বড় ডিসপ্লে রয়েছে। এছাড়া Pro মডেলেড় একটি নতুন ‘ডেজার্ট টাইটেনিয়াম’ গোল্ড কালার মডেল পেশ করা হয়েছে।

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের দাম

  • iPhone 16 Pro ফোনের (128GB মডেল) দাম 1,19,900 টাকা থেকে শুরু এবং iPhone 16 Pro Max ফোনের প্রাথমিক দাম (256GB মডেল) 1,44,900 টাকা।
  • আগামী 13 সেপ্টেম্বর থেকে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের প্রিঅর্ডার শুরু হবে এবং সেল শুরু হবে আগামী 20 সেপ্টেম্বর থেকে।
স্টোরেজ মডেল iPhone 16 Pro ফোনের দাম iPhone 16 Pro Max ফোনের দাম
128GB 1,19,900 টাকা NA
256GB 1,29,900 টাকা 1,44,900 টাকা
512GB 1,49,900 টাকা 1,64,900 টাকা
1TB 1,69,900 টাকা 1,84,900 টাকা

 

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের ডিজাইন এবং কালার

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের ডিজাইন গত বছরের মডেলের মতোই। তবে এবারের Pro মডেলের বড় ডিসপ্লের জন্য ফোনগুলি কিছুটা লম্বা ও চওড়া। iPhone 16 Pro ফোনের ডিসপ্লে 6.1-ইঞ্চির থেকে বেড়ে 6.3-ইঞ্চির হয়ে গেছে এবং Pro Max মডেলের ডিসপ্লে 6.7-ইঞ্চি থেকে বেড়ে 6.9-ইঞ্চির হয়েছে। তবে উভয় ফোনে বেজল অত্যন্ত পাতলা এবং ওজন প্রায় একই রকম।

iPhone 15 Pro সিরিজের মতো এই নতুন ফোনেও অ্যাকশন বাটন রয়েছে, যা বাঁদিকে মিউট সুইচের স্থান দখল করেছে। অন্যদিকে ডানদিকের প্যানেলে একটি নতুন ‘ক্যাপচার’ বাটন যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে iPhone 16 Pro সিরিজের একটি নতুন ‘ডেজার্ট টাইটেনিয়াম’ গোল্ড কালার লঞ্চ করা হয়েছে। এই কালার গত বছর ব্লু টাইটেনিয়াম কালারের পরিবর্তে পেশ করা হয়েছে। iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনদুটি Desert Titanium, White Titanium, Black Titanium এবং Natural Titanium কালারে লঞ্চ করা হয়েছে।

Apple Intelligence

এবার নতুন আইফোনে Apple Intelligence রয়েছে। অর্থাৎ iOS 18 এর সঙ্গে AI ফিচার পাওয়া যাবে। ফোনে সমস্ত ফিচার এক জায়গায় “Apple Intelligence” নামে রয়েছে। এবার ফোন অন ডিভাইস এবং সার্ভার প্রসেসিং এআই সিস্টেমে কাজ করবে। ইউজাররা এর মাধ্যমে ইশারার ওপর ভিত্তি করে দ্রুত টেক্সট লিখতে পারবেন। এছাড়াও ইমেজ জেনারেশন, স্মার্ট, রিপ্লাই, নতুন সিরি এবং প্রায়োরিটি নোটিফিকেশন অপশন রয়েছে।

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন iPhone 16 Pro iPhone 16 Pro Max
ডিসপ্লে সাইজ 6.3-inch OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে 6.9-inch LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে
রেয়ার ক্যামেরা 48MP প্রাইমারি, 12MP টেলিফটো ও 48MP আলট্রা ওয়াইড 48MP প্রাইমারি, 12MP টেলিফটো ও 48MP আলট্রা ওয়াইড
ফ্রন্ট ক্যামেরা 12MP ক্যামেরা 12MP ক্যামেরা
প্রসেসর Apple A18 Pro Apple A18 Pro
ওএস Apple Intelligence সহ iOS 18 Apple Intelligence সহ iOS 18

 

ডিসপ্লে: iPhone 16 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.3 ইঞ্চির OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। অপরদিকে iPhone 16 Pro Max ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

প্রসেসর: সিরিজের দুটি Pro মডেলেই নতুন A18 Pro Bionic চিপসেট রয়েছে। এই প্রসেসর iPhone 16 এবং iPhone 16 Plus ফোনে দেওয়া A18 প্রসেসরের চেয়েও ফাস্ট। এতে সেকেন্ড জেনারেশন 3nm ডিজাইন রয়েছে এবং এতে 16-কোর নিউরাল ইঞ্জিন দেওয়া হয়েছে যা A17 Pro চিপের চেয়ে ফাস্ট এবং এফিসিয়েন্ট। এটি A17 Pro এর তুলনায় 20% কম বিদ্যুৎ খরচ করে। এই নতুন হেক্সাকোর চিপসেট 2x 3.89GHz এবং 4x 2.2GHz আর্কিটেকচারে তৈরি।

ক্যামেরা: iPhone 16 Pro সিরিজে F/1.78 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি ফিউশন ক্যামেরা, 12MP 5x টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনগুলি 120fps রেটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়া এবার এই সিরিজের ফোনে নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে।

ব্যাটারি: কোম্পানির বক্তব্য অনুযায়ী iPhone 16 Pro সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই দুটি ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ফোনদুটিতে MagSafe এবং Qi wireless charging টেকনোলজি যোগ করা হয়েছে। এতে 30W বা আরও বেশি অ্যাডাপ্টার সহ 25W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া এতে 33 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। জনাইয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন আইফোন সিরিজের ব্যাটারি ডিটেইলস জানানো হয়নি।

সফটওয়্যার: Pro সিরিজের ফোনে Apple Intelligence সহ iOS 18 পাওয়া যাবে। iOS 18 ওএসে Homescreen personalisation, Revamped Control Centre, Additions to Messages app, Call recording, Passwords app এবং Game Mode ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অম্বুজায়ই এই বছরের শেষের দিকে Apple Intelligence এর ফ্রি আপগ্রেড দেওয়া হবে।

অন্যান্য: IP68 রেটিং, USB টাইপ সি পোর্ট, ম্যাগসেফ চার্জিং এবং NFC ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here