ভারতীয় রেলে পাওয়া যাবে এরোপ্লেনের সুযোগ সুবিধা, 3ডি ফিল্ম থেকে আনলিমিটেড ওয়াইফাই সব পাওয়া যাবে ফ্রিতে

ভারতীয় রেলপথ বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক। মরুভূমি, জঙ্গল ও পাহাড়সহ দুর্গম থেকে দুর্গমতর এলাকাতেও ভারতীয় রেলের নেটওয়ার্ক বিস্তীর্ণ। ভারতীয় রেল শুধু যাত্রাকে সুগম ও আরামদায়ক বানায় না এর সঙ্গে এর খরচাও খুবই সস্তা। সস্তা হ‌ওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় রেল দিন দিন আরও অ্যাডভান্স হচ্ছে। এতদিন যেমন প্লেনে প্রতিটি সিটে টিভি দেখা যেত তেমনই এখন ট্রেনেও এই ধরনের বিনোদনের ব‍্যাবস্থা পাওয়া যাবে। এবং এই বিনোদন কোনো সাধারণ সিনেমার মতো নয় বরং 3ডিতে পাওয়া যাবে।

স‍্যামসাংকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত শাওমি, বানাচ্ছে ডায়েরির মতো ভাঁজ হ‌ওয়া স্মার্টফোন

ইন্ডিয়ান রেলওয়ে এই ব‍্যাবস্থা রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে এই সুবিধার সূচনা করে। রেলওয়ে বিভাগ একটি নতুন প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করে যা দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনালের মধ্যে চলবে। এই ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেনগুলির মধ্যে একটি হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আধুনিক ও বিনোদন টেকনিকযুক্ত করা হয়েছে। সুযোগ সুবিধার দিক থেকে এই লাইনে চলা ট্রেনটি আকাশে ওড়া কোনো প্লেনের চেয়ে কম নয়।

ফ্রি ওয়াইফাই
রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের সফরের সময় ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য ইন্টারনেট হটস্পট বানানো হয়েছে। এই ওয়াইফাই রেল যাত্রীরা কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই যাত্রীরা তাদের মোবাইল ও ল‍্যাপটপে কানেক্ট করতে পারবেন। ট্রেনের এই ওয়াইফাইয়ের ব‍্যবহার একবারে 500 ঘন্টা পর্যন্ত করা যাবে।

স‍্যামসাঙের সস্তা ফোন গ‍্যালাক্সি এ20 গীকবেঞ্চে হল লিস্টেড, 3 জিবি র‍্যামের সঙ্গে হল লঞ্চ

3ডি চশমা
এই ট্রেনের টিভি স্ক্রিন 3ডি টেকনিক সাপোর্ট করে। এই স্ক্রিনে 3ডি গ্ৰাফিক্সের ভিডিও প্লে হয়। এবং এই 3ডি কন্টেন্ট উপভোগ করার জন্য ট্রেনের পক্ষ থেকে 3ডি চশমাও দেওয়া হয়। যেমন করে আজকাল 3ডি মুভি দেখা হয় ঠিক তেমন ভাবেই এই ট্রেনেও 3ডি ভিডিও দেখা যাবে। যাত্রা শেষ হ‌ওয়ার পর রেল কর্তৃপক্ষকে 3ডি চশমা ফেরত দিয়ে দিতে হবে।

ইন্ট‍্যান্ট ফিডব্যাক
ট্রেন যাত্রার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা যাত্রার সময় খাবার, পরিস্কার পরিচ্ছন্নতা, সার্ভিসের মতো জিধিসগুলির ব‍্যাপারে আপনার ফিডব্যাক আপনি তখনই দিতে পারবেন। ভারতীয় রেল “আপ কি রায়” নামে একটি অ্যাপ বানিয়ে রেখেছে এবং এর মাধ‍্যমেই ফিডব্যাক দেওয়া যাবে।

জিও বানাচ্ছে দেশি শপিং সাইট, আমাজন-ফ্লিপকার্টের জন্য কড়া টক্কর

টিকিট ভেরিফিকেশন
সাধারণত ট্রেনে যাত্রা করার সময় টিটিই প্রতিটি সিটে আসেন এবং টিকিট চেক করেন। কখনও কখনও টিটিই আসতে এক ঘন্টাও লাগে। কিন্তু এই ট্রেনে সঙ্গে সঙ্গে টিকিট চেক ও কনফার্ম হবে। এই ব‍্যাবস্থায় সবচেয়ে বেশি লাভ যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here