আইফোন 10 এ লাগলো আগুন,।প্রশ্নের মুখে অ্যাপেল

প্রায়ই দেখা যায় স্মার্টফোনে আগুন লেগেছে বা ব্লাস্ট করেছে। ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য দেশে যখনই ফোনসংক্রান্ত দুর্ঘটনার কথা শোনা যায় তখনই ইউজারদের মনে ভয় জাগে। স‍্যামসাং থেকে শুরু করে শাওমি এমনকি অ্যাপেলের মতো ব্র‍্যান্ড‌ও এর ব‍্যাতিক্রম নয়। বিশ্বের সবচেয়ে বড় ও স্ট‍্যাটাস সিম্বল হিসেবে পরিচিত অ্যাপেল আবারও একবার ফোন ব্লাস্টের ঘটনায় প্রশ্নের মুখে এসে দাড়িয়েছে। কিন্তু এবারের অভিযোগ যথেষ্ট গুরুতর কারণ এবার ব্লাস্ট হয়েছে কোম্পানির সবচেয়ে হিট ফোন আইফোন 10।

অ্যাপেল আইফোন 10 এর এই ব্লাস্টের ঘটনা আমেরিকার বার্সিংটনের। আইফোন ইউজার তার টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন। যে আইফোন ইউজারের ফোনে আগুন লাগায় অ্যাপেলকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তার নাম রাশেল মহম্মদ। মহম্মদ তার টুইটে আইফোন 10 এর ফেটে যাওয়া ফোটো শেয়ার করে জানান তার আইফোন 10 এ আগুন তখন লাগে যখন তার ফোন আইওএস 12.1 এ আপডেট হচ্ছিল।

মহম্মদ কাল রাতে ফেটে যাওয়া আইফোন 10 এর ফোটো ইন্টারনেটে শেয়ার করেন। গ‍্যাজেট 360 এর কাছে মহম্মদ জানান তার আইফোন 10 মাত্র 10 মাস পুরোনো। তার আইফোনে নতুন আইওএস 12.1 এর আপডেট আসে। তিনি আপডেট প্রসেস শুরু করে সেটা চার্জিঙে লাগিয়ে দেন। তিনি তখন ফোনটি হাতেই রেখে দিয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটি অত্যন্ত গরম হয়ে যায় এবং তখন তিনি ফোনটি হাত থেকে নিচে রাখায় আইফোন 10 ফোনটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে ও হঠাৎ করে আগুন ধরে যায়।

আইফোন 10 এ আগুন লাগার এই ঘটনায় ইউজারের কোনো ক্ষতি হয়নি তবে এই ঘটনায় অ্যাপেলকে প্রশ্নের মুখে পড়তে হয়। কোম্পানি ঘটনাটি জানা মাত্র সেই ব‍্যাক্তিকে যোগাযোগ করেন এবং তাকে নতুন আইফোন 10 দেওয়ার কথাও বলেন। প্রসঙ্গত অ্যাপেল তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে আইফোন 10 লঞ্চ করে এবং এই ফোনটির পর থেকেই ফোনে নচ ও ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ট্রেন্ড শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here