ASUS আনতে চলেছে ডুয়েল স্লাইডার প‍্যানেল‌ওয়ালা ফোন, পিছিয়ে পড়বে Samsung Galaxy A80

Samsung কিছু দিন আগে তাদের গ‍্যালাক্সি এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy A80 স্মার্টফোন লঞ্চ করছিল। এই স্মার্টফোনটি তার বিশেষ নতুন ধরনের ডিজাইনের জন্য যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। Samsung Galaxy A80 রোটেটিং স্লাইডার প‍্যানেলহড় তৈরি যার ব‍্যাক প‍্যানেলে দেওয়া ক‍্যামেরা সেট‌আপ স্লাইড করে ওপরে উঠে যায় এবং ব‍্যাক ক‍্যামেরা রোটেট হয়ে ফ্রন্ট ক‍্যামেরায় পরিণত হয়। এই সুন্দর টেকনিকের পর এবার ASUS নতুন কিছু করতে চলেছে। স‍্যামসাঙের স্লাইডার প‍্যানেল‌ওয়ালাফোনের পর এবার ASUS ডুয়েল স্লাইডার ফোন লঞ্চ করতে চলেছে।

Samsung বদলে দেবে স্মার্টফোনের ইতিহাস! আসতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Galaxy A70S

ডাচ পাবলিকেশন তাদের রিপোর্টে ASUS এর এই ডুয়েল স্লাইডার ফোনের কথা জানিয়েছে। এই রিপোর্টে ASUS সাবমিট করা পেটেন্ট দেখানো হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি ডুয়েল স্লাইডার প‍্যানেলে তৈরি 10টি আলাদা আলাদা স্মার্টফোন ভেরিয়েন্ট পেটেন্ট করিয়েছে। এই পেটেন্টে স্মার্টফোনের স্কেচ ডিজাইন‌ও দেখানো হয়েছে। এই স্কেচ দেখে ফোনের ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলসহ এর লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

ডিজাইন
ASUS পেটেন্ট থেকে জানা গেছে এই ফোন ফুল স্ক্রিনসহ তৈরি হবে। ফোনের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেখা গেছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে হরাইজন্টাল শেপে ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে তিনটি হোল দেখা গেছে যার মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট হতে পারে। এই স্কেচগুলির একটিতেও ব‍্যাক প‍্যানেলে স্পীকার গ্ৰিল বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি।

OnePlus 7 Pro আমাজন ইন্ডিয়াতে গড়লো রেকর্ড, জেনে অবাক হতে হয়

ডুয়েল স্লাইডার
নাম থেকেই বোঝা যায় ASUS এর এই ফোনে দুটি স্লাইডার প‍্যানেল থাকবে। এই মুহূর্তে বাজারে উপলব্ধ স্লাইডার ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে স্লাইড থাকে। এই স্লাইডার প‍্যানেলে ক‍্যামেরা সেন্সর থাকে। কিন্তু ASUS এর এই আগামী স্মার্টফোনে ওপরে ও নিচে দুটি স্লাইডার প‍্যানেল থাকবে। একটি স্লাইডার প‍্যানেল ফোন বডির ওপরের দিকে উঠবে এবং দ্বিতীয়টি ফোন বডির নিচের দিক থেকে বাইরে বেড়াবে। ফোটোয় দেখানো হয়েছে ওপরের স্লাইডার প‍্যানেলে ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে। আর নিচের স্লাইডার প‍্যানেলে স্পীকার গ্ৰিল দেওয়া হবে। এই স্লাইডারেই স্পীকারের সঙ্গে মাইক্রোফোন দেখা গেছে। নিচের দিকে বেড়ানো স্লাইডার প‍্যানেলের নিচের দিকে ইউএসবি পোর্ট দিয়েছে। ওপরের স্লাইডার প‍্যানেলের মাঝখানে সেলফি ক‍্যামেরা ও দুইদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

Samsung Galaxy A80
Samsung Galaxy A80 তে রোটেটিং স্লাইডার প‍্যানেল ব‍্যবহার করে নতুন ট্রেন্ডের সূচনা করেছে। এই স্লাইডার প‍্যানেলের দৌলতে এই ফোনের একটি ক‍্যামেরা সেট‌আপ‌ই ফ্রন্ট ও ব‍্যাক ক‍্যামেরা সেট‌আপের কাজ করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট আছে। সেলফির কম‍্যান্ড দিলে এই স্লাইডার প‍্যানেল ওপরের দিকে ওঠে এবং ফোন বডির বাইরে বেরিয়ে আসে। ওপরে ওঠার পর ব‍্যাক ক‍্যামেরা সেট‌আপ ফ্লিপ হয়ে অর্থাৎ রোটেট হয়ে সামনের দিকে ঘুরে যায় এবং ফ্ল‍্যাশ লাইটসহ সমস্ত ব‍্যাক ক‍্যামেরা সেট‌আপ সেলফি ক‍্যামেরায় পরিণত হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here