OnePlus 7 Pro আমাজন ইন্ডিয়াতে গড়লো রেকর্ড, জেনে অবাক হতে হয়

চীনের স্মার্টফোন কোম্পানি OnePlus কিছু দিন আগে ভারতে তাদের OnePlus 7 সিরিজে OnePlus 7 ও OnePlus 7 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করে। এবার OnePlus 7 Pro সম্পর্কে একটি অবাক করা খবর সামনে এসেছে। বেশি দাম হ‌ওয়া সত্ত্বেও এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে সবচেয়ে দ্রুত সেল হ‌ওয়া আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোনে পরিণত হয়েছে।

এক্সক্লুসিভ : দাম কমলো পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Y15 ও Y17 এর, জেনে নিন নতুন দাম

এই তথ্য স্বয়ং কোম্পানি শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে ফোনটি লঞ্চ হ‌ওয়ার প্রথম এক সপ্তাহের মধ্যেই OnePlus 7 Pro (45,000 টাকার বেশি দামে) সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া স্মার্টফোনের জায়গা দখল করেছে। বলে রাখি OnePlus 7 Pro প্রথমবার 16 মে দুপুর 12টার সময় প্রাইম ইউজারদের জন্য ও 17 মে রাত 12টা থেকে ওপেন সেলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

দাম
OnePlus 7 Pro এর প্রাথমিক দাম 48,999 টাকা। OnePlus 7 Pro Mirror Grey (6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি) এবং Mirror Grey, Almond, Nebula Blue (8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি) ভেরিয়েন্টের দাম যথাক্রমে 48,999 টাকা ও 52,999 টাকা। এছাড়া OnePlus 7 Pro Nebula Blue (12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি) এর দাম 57,999 টাকা।

একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন

স্পেসিফিকেশন
OnePlus 7 Pro তে 6.7 ইঞ্চির কিউ এইচডি+ ফ্লুইড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 3120 × 1440 পিক্সেল। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং এর স্ক্রিন টু বডি রেশিও 93 শতাংশ। এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

এতে কোয়ালকমের ফ্ল‍্যাগশিপ প্রসেসর স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট দেওয়া হয়েছে। OnePlus 7 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586P লেন্স। এই সেন্সরটি অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনিক সাপোর্ট করে। সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এছাড়াও তৃতীয় সেন্সরটি 117 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 16 মেগাপিক্সেলের।

Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং

OnePlus 7 Pro তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Wrap চার্জ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী মাত্র 20 মিনিটের মধ্যে 48 শতাংশ চার্জ হতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে অক্সিজেন ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here