8 জিবি র‍্যামের সঙ্গে ভারতে লঞ্চ হল আসুসের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, এর স্পেসিফিকেশন অবাক করার মতো

টেক কোম্পানি আসুস এবছর গেমিং সিরিজের সূচনা করে আন্তর্জাতিক মঞ্চে তাদের রিপাবলিক অফ গেমার্স পেশ করে। আসুসের পক্ষ থেকে এই অত্যন্ত শক্তিশালী ফোনটি ROG অর্থাৎ আর‌ওজি (রিপাবলিক অফ গেমার্স) নামে লঞ্চ করা হয়। এই ফোনটি বিশেষ করে একটি গেমিং ফোন হিসেবে বানানো হয়েছে এবং গেম লাভার স্মার্টফোন ইউজারদের জন্য এই ফোনটি কোনো উপহারের থেকে কম নয়। আসুসের এই দুর্দান্ত ফোনটি আজ আসুস ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে লঞ্চ করা হয়েছে। ফোনটি 69,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল, লঞ্চের আগেই সামনে আসল স্পেশিফিকেশন

আসুস আর‌ওজির উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশনগুলি হল এই ফোনটি 2160 × 1080 পিক্সেল রেজলিউশনের 6 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। গেম খেলার সময় প্রতিটি জিনিস একদম পরিস্কার দেখা এবং গেমে থাকা প্রতিটি গ্রাফিক্স বা অবজেক্ট পরিস্কার ও ব্রাইট থাকে, এর জন্য আসুস ফোন এর ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশরেট ভিজুয়াল দেয়। এই ডিসপ্লে 10 পয়েন্ট মাল্টিটাচ সাপোর্ট হয় এবং ডিসপ্লে প্রতিটি পিকচারকে 10,000 কন্ট্রাস্ট রেশিওতে দেখায়।

এই ফোন অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে লঞ্চ হবে যা 2.96 গিগাহার্টজ ক্লক স্পীডের অক্টা-কোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। আবার গেম খেলার জন্য ভালো গ্রাফিক্স দেওয়ার জন্য কোম্পানি এতে এড্রিনো 630 জিপিইউ যুক্ত করেছে।কোম্পানির তরফ থেকে এই ফোনকে 8 জিবি র‍্যাম মেমরির সঙ্গে পেশ করা হয়েছে যার সাথে এই ফোন 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

অনার 8সি হল ভারতে লঞ্চ, এটি স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করা পৃথিবীর প্রথম স্মার্টফোন

হাইগ্ৰাফিক্স গেম হেভি প্রসেসিঙের জন্য কোম্পানি এই ফোনে গেমকুল ভ‍্যাপার চেম্বার যোগ করেছে। সবরকমের হেভি গেম খেলার এবং অনেকক্ষন সময় গেম খেলতে থাকলেও ফোনকে গরম হতে দেয় না এবং ল‍্যাগ ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স দেয়। আসুস এই ফোনে ভালো ইমেজ প্রসেসিং চিপের ব‍্যবহার করেছে ডিসপ্লেতে এইচডিআর সাপোর্ট করে। এই ফোনে সাইড মাউন্টৈড পোর্ট, প্রোগ্রামেবল আল্ট্রাসনিক এয়রট্রিগর সেন্সর আর ফোর্স ফীডব‍্যাক সিস্টেম দেওয়া হয়েছে। ফোনে ডক সাপোর্টও আছে যার সাহায্যে টুইন ভিউ ডক, মোবাইল ডেস্কটপ ডক আর গেম অনুযায়ী কন্ট্রোল বাইগীগ ডক এর ব‍্যবহারও করা যাবে।
আসুস লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ফাস্ট গেমিং স্মার্টফোন, জেনে নিন এই ফোন সম্পর্কে সব কিছু
আসুস আরওজি তে ফোটোগ্রাফি এর জন্য দুইটি রেয়র ক‍্যামেরা দেওয়া হয়েছে।ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল এর প্রাইমারি আর 8 মেগাপিক্সেল এর সেকেন্ডারি ক‍্যামেরা আছে‌। এরই সঙ্গে সেল্ফি এর জন্য এই ফোনটি 8 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনে 7.1 সারাউন্ড সাউন্ড টেকনিক এর সাথে ডিটিএস হেডফোন জ‍্যাকও দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে কোয়ালকম এর এপ্টএক্স হাই ডেফিনেশন ব্লুটুথ ওয়ারলেস অডিও সাপোর্ট করে। 4জি ভোএলটিই এর সাথে ফোনে পাওয়ার ব‍্যাকআপ এর জন্য 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

3 রেয়ার ক‍্যামেরাওয়ালা এক্সজেড4 এর ভিডিও এল সামনে, এটি হবে সোনীর সবচেয়ে শক্তিশালী ফোন

আসুস আর‌ওজি 69,999 টাকার বিনিময়ে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে ফোনটি নো কস্ট ইএম‌ইউআইতে কেনা যাবে যা সব ব‍্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here