ASUS ZenFone 8 এর ইন্ডিয়া লঞ্চ কন্ফার্ম, Xiaomi-Realme এর মার্কেট কাঁপাতে আসতে চলেছে এই অতুলনীয় ফোন

Asus মে মাসে গ্লোবাল মার্কেটে জেনফোন 8 সিরিজের স্মার্টফোন ― আসুস জেনফোন 8 আর জেনফোন 8 ফ্লিপের ঘোষণা করেছিল। এই দুটি ডিভাইস ভারতে 12 মে কোম্পানির বিশ্বব‍্যাপি লঞ্চ ইভেন্টের সাথেই পেশ করা হতো। কিন্তু COVID-19 এর দ্বিতীয় ঢেউয়ের কারনে ভারতে Zenfone-8 সিরিজের লঞ্চে দেরি হয়। আবার এখন তাইবানি স্মার্টফোন কোম্পানি ভারতে Zenfone 8Z (উরফ Zenfone 8) সিরিজের লঞ্চ অনেকটাই কাছে চলে এসেছে। আসলে স্বয়ং আসুস ইন্ডিয়ার বিজনেস হেড দিনেশ শর্মা এই কথা জানিয়েছে।

কোম্পানি জানালো গোপন তথ্য

হেড দিনেশ শর্মা একটি টুইটে জানিয়েছেন যে আসুস টিম জেনফোন 8 লাইন‌আপ ইন্ডিয়াতে লঞ্চ করার জন্য কাজ করছে আর আসুস খুব শীঘ্রই ভারতীয় বাজারে জেনফোন 8 সিরিজের আধিকারিক লঞ্চ ঘোষণা করবে। এছাড়া আসুস নিজের ভারতের আধিকারিক ওয়েবসাইটে জেনফোন 8 এর টিজার পেজ‌ও লাইভ করে দিয়েছে, যার থেকে এটি জানা গেছে যে ভারতে জেনফোন 8 লাইন‌আপের লঞ্চ খুব শীঘ্রই হতে পারে।

অন‍্য নামে লঞ্চ হবে ফোন

রিপোর্ট অনুযায়ী কোম্পানি ভারতে এই স্মার্টফোন অন‍্য নামে লঞ্চ করতে পারে। আপনাকে বলে দিই যে ভারতে Zenfone নামের পেটেন্ট অপ্টিমাস কোম্পানির কাছে আছে। এই কারনেই Zenfone 6 কে গ্লোবালি লঞ্চ করা হয়েছে কিন্তু ভারতে ফোনের নামের জন্য কোর্ট পর্যন্ত যেতে হয়েছে আর সেখানে পক্ষ অপ্টিমাসের পক্ষে ছিলো আর কোম্পানি তাই এই ফোনকে ASUS 6Z নামে লঞ্চ করেছিল। আবার এইবার কোম্পানি আগে থেকেই প্রস্তুতি করেছে আর ASUSU Zenfone 8 কে ASUS 8Z নামে লঞ্চ করবে।

ASUS ZenFone 8 specifications

ASUS ZenFone 8 স্মার্টফোনে 5.9 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে আছে। এছাড়া ফোনে Snapdragon 888 5G SoC এর সাথে Adreno 660 GPU আর 16GB LPDDR5 পর্যন্ত র‍্যাম আর 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। ফোনটি Android 11 আধারিত ZenUI 8 কাস্টম স্কিনে রান করে। এই ফোনে 4,000mAh এর ব‍্যাটারী 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে Zenfone 8 স্মার্টফোনে ডুয়াল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 64KP Sony IMX686 সেন্সর যা OIS সাপোর্ট করে। এর সাথেই ফোনে 12MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে যা 4ck ম‍্যাক্রো মোড সাপোর্ট করে। আসুসের এই ফোনে 12MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

ASUS ZenFone 8 Flip স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া ফোনে Snapdragon 888 5G SoC এর সাথে Adreno 660 GPU, 12GB LPDDR5 RAM, আর 256GB UFS 3.1 স্টোরেজ আছে। এই ফোনটি Android 11 আদারিত ZenUI 8 এ রান করবে।

ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বললে Zenfone 8 Flip স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। আসুসের এই ফোনে 64MP Sony IMX686 প্রাইমারি সেন্সর দেওয়া আছে যা OIS সাপোর্ট করে। এই ফোনে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া আছে যা মাইক্রো মোড‌ও সাপোর্ট করে। এর সাথেই ফোনে তৃতীয় ক‍্যামেরা 8MP টেলিফোটো ক‍্যামেরা আছে যা 3x অপ্টিকাল জুম আর 12x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। এই ফোনে ফ্লিপ মেকানিজম দেওয়া আছে, যার সাহায্যে রেয়ার ক‍্যামেরা ফ্রন্ট ক‍্যামেরার‌ও কাজ করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here