নতুন বছরের শুরুতেই স্মার্টফোন কোম্পানিগুলো তাদের নিজ নিজ ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Motorola এবং Xiaomi ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে, অন্যদিকে Samsung, OnePlus এবং Realme 2022 সালে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি উন্মোচন করতে প্রস্তুত। সূত্র অনুযায়ী ASUS ও এই তালিকায় খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে। কিছু দিন আগে কোম্পানি তাদের গেমিং স্মার্টফোন ASUS ROG Phone 6 এর রেন্ডার সামনে এনেছিল। এখন ইন্টারনেট এ Zenfone 9 সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন: Vivo V23 5G এবং Vivo V23 Pro 5G স্মার্টফোনের লঞ্চের আগেই লিক হল দাম
GizmoChina-এর একটি প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে একটি স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে যা Zenfone 9 হতে পারে বলে মনে করা হচ্ছে। স্ক্রিনশটের পাশাপাশি ফোনটির একটি তথ্যও শেয়ার করা হয়েছে। এই স্ক্রিনশট অনুযায়ী, আসন্ন ASUS Zenfone 9 স্মার্টফোনের পিছনের প্যানেলে একটি ছোট ডিসপ্লে দেওয়া হবে। অর্থাৎ গেমিং স্মার্টফোন ROG Phone 5 এর মতো এই ফোনেও সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে।
ASUS Zenfone 9 এর ডিজাইন
এই স্ক্রিনশট থেকে ফোনের ডিজাইন স্পষ্ট দেখা যাচ্ছে। এই ফোনটি লম্বা এবং একটু পাতলা হবে। ফোনটির সেকেন্ডারি ডিসপ্লে সম্পর্কে বর্তমানে খুব বেশি তথ্য সামনে আসেনি। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সাথে ফোনে ডবল ট্যাপ জেসচার ফিচার দেওয়া হবে। অর্থাৎ, এই Asus ফোনটিতে Apple iPhones এর মত ডাবল ট্যাপ ফিচার থাকবে, যার সাহায্যে আপনি ব্যাক প্যানেলে ডবল ট্যাপ করে স্ক্রিনশট এবং ক্যামেরা অ্যাপ খুলতে পারবেন।
আরও পড়ুন: জেনে নিন JioFiber এর সবচেয়ে সস্তা প্ল্যানটি, মাত্র 399 টাকায় দারুণ চমক!
ASUS এই মুহূর্তে আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সম্পর্কে অফিসিয়াল ভাবে কোনো তথ্য দেয়নি। তাই সামনে আসা প্রতিবেদনের সত্যতা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যাইহোক না কেন, Zenfone 9 সিরিজে কোন কোন শক্তিশালী বৈশিষ্ট্য থাকবে, সেটা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন