বর্তমানে ভারতে অনেক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা আছে, যারা দেশের প্রায় সমস্ত বৃত্তে ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করে থাকে। এই পরিষেবা প্রদানকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Reliance JioFiber৷ আসলে, JioFiber খুব অল্প সময়ের মধ্যেই ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি হাই-স্পিড ইন্টারনেট চালানোর জন্য JioFiber-এর প্ল্যান নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আমি আজকে আপনাদেরকে JioFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি সম্পর্কে তথ্য দিতে চলেছি। যারা নতুন সংযোগ নিচ্ছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে৷ অন্যদিকে, আপনি যদি কম বাজেটে আপনার বাড়িতে JioFiber ইনস্টল করতে চান, তাহলে 500 টাকার থেকেও কম দামে এই প্ল্যানটি সত্যিই অতুলনীয়।
আরও পড়ুন: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা ও Snapdragon 680 চিপসেটসহ ভারতে লঞ্চ হতে চলেছে Vivo Y21T
JioFiber 399 টাকার প্ল্যান
- JioFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি গ্রাহকরা মাত্র 399 টাকা প্লাস জিএসটি সহ কিনতে পারবেন।
- এই প্ল্যানে আপনি 30 mbps স্পিড পাবেন যা আপনাদের সাধারণভাবে কম বলে মনে হলেও, এর মধ্যেও কিন্তু আপনারা অনেক হাইস্পিডে ইন্টারনেট চালাতে পারবেন।
- এই প্ল্যানের সাথে, আপনাদেরকে গোটা 30 দিনের বৈধতা দেওয়া হচ্ছে।
- এই প্ল্যানে দেওয়া বৈধতার সাথে, গ্রাহকরা নিশ্চিন্তে গোটা মাস ধরে হাইস্পিড ইন্টারনেট চালাতে পারবেন।
- আপনিও যদি আপনার ইন্টারনেট কানেকশনে এই সমস্ত সুবিধা পেতে চান, তাহলে আপনিও Jio Fiber কানেকশনে স্যুইচ করতে পারেন।
পাবেন 30 দিনের জন্য বিনামূল্যে ট্রায়ালের সুবিধা
কোম্পানির তরফ থেকে আপনাদেরকে 30 দিনের বিনামূল্যে ট্রায়াল পরিষেবা দেওয়া হবে। বিনামূল্যে ট্রায়ালের পরে, আপনি এই কানেকশনটি চালাতে চান কিনা সেটা আপনি নির্ধারণ করতে পারবেন৷ আপনি যদি ট্রায়াল চলাকালীন এই পরিষেবাটি বুঝতে না পারেন, তাহলে আপনার কাছে অন্য পরিষেবাতে স্যুইচ করার সম্পূর্ণ সুযোগ রয়েছে৷ তবে, বিনামূল্যে ট্রায়ালের জন্য কিছু শর্তাবলী রয়েছে যা আপনারা কোম্পানির সাইটে পেয়ে যাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন