11ই ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামসহ আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

আসুস জেনফোন ম‍্যাক্স সম্পর্কে বেরোনো বিভিন্ন লিক থেকে জানা গেছে যে এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হবে এবং 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ান মার্কেটের সঙ্গে সঙ্গে টেক জগতেও এন্ট্রি নেবে। আশা করা হচ্ছিল ইন্দোনেশিয়াতে লঞ্চের কিছু দিনের মধ্যেই আসুস ফোনটি ভারতেও লঞ্চ করবে। কিন্তু ফ‍্যানদের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ফোনটি ভারতেও 11 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে। আসুস ইন্ডিয়া জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেছে এবং জানিয়েছে আগামী 11 ডিসেম্বর ফোনটি ভারতে লঞ্চ করা হবে।

এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 তৈরির কাজ নয়ডা ফ‍্যাক্টরীতে শুরু হল, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

আসুস ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 11 ডিসেম্বর ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং ইভেন্টের মঞ্চেই কোম্পানি জেনফোন ম‍্যাক্স প্রো এম2 স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। লঞ্চ ডেটের সঙ্গে কোম্পানি আরও জানিয়েছে ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হবে অর্থাৎ ফোনটি শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে।

কোম্পানি কিছু দিন আগে আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর সম্পর্কে জানায় ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই নচেই সেলফি ক‍্যামেরার সঙ্গে অন‍্যান‍্য সেন্সর দেওয়া হবে। কোম্পানি আরও জানিয়েছিল জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ফোনটিতে কোয়ালকম কুইক চার্জ 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে।

8 জিবি র‍্যামের সঙ্গে ভারতে লঞ্চ হল আসুসের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, এর স্পেসিফিকেশন অবাক করার মতো

লিক অনুযায়ী এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। কোম্পানি এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। কিছু রিপোর্টে বলা হয়েছে আসুস ভারতে জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও লঞ্চ করতে পারে।

লিক অনুযায়ী আসুসের এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হবে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করবে। লিকে বলা হয়েছে জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের একটি সেন্সর 12 মেগাপিক্সেলের এবং অপরটি 5 মেগাপিক্সেলের হবে। আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর ফ্রন্ট প‍্যানেলে 13 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়ার কথা বলা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল, লঞ্চের আগেই সামনে আসল স্পেশিফিকেশন

11 ডিসেম্বর ফোনটি ভারতে লঞ্চ করে দেওয়া হবে। ফোনটির দাম কত হবে এবং কবে থেকে ফোনটির সেল শুরু হবে তা জানতে এখন 11 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here