BGMI হঠাৎ করে ভারতে ব‍্যান করলো 1.4 লাখ একাউন্ট, প্রকাশ্যে ঘোষণা করল সবার নাম!

BGMI অর্থাৎ Battlegrounds Mobile India ইন্ডিয়াতে নিজের অবস্থান ভালোই বানিয়ে নিয়েছে। PUBG Mobile এর ব‍্যানের পরে থেকেই ভারতীয় ইউজাররা এই গেমের অপেক্ষা করেছিল এবং ব‍্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া রূপে রিলঞ্চ হ‌ওয়ার পরে পাবজি আবার‌ সফলতার একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। এই সাক্সেসের সাথেই বিজিএম‌আইয়ের টিম এটিও খেয়াল রাখছে যে চিটিংয়ের ফলে যেন BGMI Game Play নষ্ট না হয় এবং এই কারনেই কোম্পানি গত এক সপ্তাহে 1.4 লাখের‌ও বেশি একাউন্ট ব‍্যান করেছে।

আরও পড়ুন: এই কোম্পানির প্ল‍্যানে পাওয়া যাবে 1275GB ডেটা এবং ফ্রি কলিং, অফারটি সীমিত সময়ের জন্য

Battlegrounds Mobile India এর পক্ষ থেকে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে 1.4 লাখের বেশি ইউজারদের ব‍্যান করা হয়েছে। এই সংখ‍্যাটি 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের মাঝের। গেম ডেভলপাররা জানিয়েছে যে গত এক সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে 1,42,766 টি একাউন্ট‌কে পারমানেন্ট ব‍্যান করা হয়েছে, কারন এই একাউন্ট গুলিকে গেমের নিয়ম এবং শর্তের উলঙ্ঘন করতে দেখা গেছে। এর মধ্যে অধিকাংশ ইউজাররা এই মোবাইল গেমটিতে চিটিং করেছিল।

নিয়ম পালন না করায় এই কড়া পদক্ষেপ

এটি প্রথমবার না যখন ব‍্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম ইউজারদের একাউন্ট ব‍্যান করেছে। এর আগেও কোম্পানি বহু একাউন্ট ব‍্যান করেছে। ব‍্যান সেই সমস্ত গেমারদের করা হয় যারা গেমের সময় নির্দিষ্ট নিয়মের উলঙ্ঘন করে এবং জেতার জন্য চিটিং অথবা হ‍্যাকিংয়ের সাহায্য নেয়। গেম ডেভলপাররা চায় না যে এইরকম ইউজারদের জন্য অন‍্য ইউজারদের অসুবিধা হোক অথবা বিজিএম‌আইয়ের গেম প্লে খারাপ হোক। এই কারনেই এই সমস্ত একাউন্ট গুলিকে ব‍্যান করা হয়েছে।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বের সর্বপ্রথম SMS এ কি লেখা ছিল!

Battlegrounds Mobile India এও জানিয়েছে যে এই সমস্ত একাউন্ট গুলিকেই প্রথমে‌ই ব‍্যান করা হয় না। কোম্পানির পক্ষ থেকে প্রথমে নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করা হয়, যেন তারা এই সমস্ত গতিবিধি বন্ধ করে দেয়। সতর্ক করার পরেও চিটিং করা বন্ধ না করলে, তখন কোম্পানি সেই একাউন্ট গুলিকে স্থায়ী ভাবে ব‍্যান করে দেয় এবং ব‍্যান হ‌ওয়া ইউজাররা দ্বিতীয় বার আর BGMI খেলতে পারবে না।

গত এক সপ্তাহে 1.4 লাখের বেশি একাউন্ট ব‍্যান করে কোম্পানি সেই একাউন্ট গুলির লিস্ট‌ও সার্বজনীন করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ব‍্যান হ‌ওয়া ইউজারদের নাম জানানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত ইউজাররা BGMI Game Play খারাপ করার চেষ্টা করেছে তাদের নাম জানানো হয়েছে। এই নাম গুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here