ডাউনলোড করার আগেই জেনে নিন Battlegrounds Mobile India আপনার ফোনের কোন কোন Data ব‍্যবহার করবে

ভারতে Battlegrounds Mobile India লঞ্চের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। আগামী মাসে অর্থাৎ অর্থাৎ জুন মাসে ফোনটি ভারতে চলে আসবে এবং ইউজাররা গেমটি ইনস্টল ও ডাউনলোড করতে পারবেন। পাবজি মোবাইল ব‍্যানড হ‌ওয়ার পর থেকেই এই গেমটির জন্য অপেক্ষা করা হচ্ছিল। এবার Battlegrounds Mobile India গেমের প্রি রেজিস্ট্রেশনের নমুনা দেখে মনে করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই গেমটি খেলবে। তবে আপনি কি জানেন Battlegrounds Mobile India আপনার ফোনের কোন কোন ডেটা অ্যাকসেস করবে এবং কতটা সুরক্ষিত হবে এই গেম?

পাবজি মোবাইলের নতুন রূপ হিসেবে Battlegrounds Mobile India গেমটি ফোনে ডাউনলোড করার আগেই জেনে নেওয়া দরকার গেমটি ফোনের কোন কোন অ্যাক্টিভিটিতে নজর রাখতে পারবে এবং কোন ডেটা অ্যাকসেস করবে। মনে করিয়ে দিই ভারতে পাবজি মোবাইল ব‍্যানড হ‌ওয়ার সবচেয়ে বড় কারণ ছিল ইউজারদের ডেটার সুরক্ষা। তাই এবার শুরু থেকেই নিজের ডেটা সম্পর্কে অতিরিক্ত সতর্ক হ‌ওয়া প্রয়োজন।

নূন্যতম বয়স 16 বছর

Battlegrounds Mobile India গেমটিকৈ “16+” রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ গেমটি 16 বছরের বেশি বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। 16 বছরের কম বয়সীদের জন্য এই গেমটি নয়, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এই গেমের কন্টেন্ট ও স্ট্রং ভায়োলেন্স দেখে এই রেটিং দেওয়া হয়েছে। তাই এখন শুধু দেখার অপেক্ষা, সত্যি সত্যিই কি গেমটি খেলার নূন্যতম বয়স 16বছর হতে হবে? নাকি KRAFTON কোম্পানি ভারত সরকারের চোখে ধূলো দিয়ে এই রেটিঙের অবমাননা করবে।

কোন কোন Data করবে ব‍্যবহার?

1. Device & app history

Battlegrounds Mobile India জানিয়ে দিয়েছে এটি ইউজারদের ফোন এবং ফোনের অ্যাপ হিস্ট্রি কন্ট্রোল করবে। এছাড়া গেম খেলার সময় ফোনে কোন কোন অ্যাপ আছে ও কোন কোন অ্যাপ রান করছে, সেই ডেটাও কোম্পানি রেকর্ড করবে।

2. Photos/Media/Files

পাবজি মোবাইলের এই নতুন ভার্সন‌ও ইউজারদের ফোনের মিডিয়া ফাইলে নজরদারি চালাবে। অর্থাৎ ইউজারদের ফোনের গ‍্যালারিতে থাকা ফোটো, পার্সোনাল ভিডিও ও অন‍্যান‍্য মিডিয়া ফাইল Battlegrounds Mobile India সম্পূর্ণভাবে অ্যাকসেস করতে পারবে। শুধুমাত্র স্টোরেজ দেখা নয় বরং গেমটি ডাউনলোড করার পর সেটি ফোন স্টোরেজ মোডিফাই ও কন্টেন্ট ডিলিট করার অধিকার পর্যন্ত পেয়ে যাবে।

3. Microphone

Battlegrounds Mobile India গেমটি যে ফোনে ডাউনলোড করা হবে সেই ফোনের মাইক্রোফোন অ্যাকসেস পর্যন্ত এই গেম পেয়ে যাবে। গেমটি যে শুধুমাত্র মাইক্রোফোনে বলা কথা রেকর্ড করবে তা নয় কিন্তু, সেইসব কথা রেকর্ড পর্যন্ত করবে।

আরও যা পাবে

Wi-Fi connection information
view Wi-Fi connections
receive data from Internet
connect and disconnect from Wi-Fi
full network access
Google Play license check
access Bluetooth settings
pair with Bluetooth devices
prevent device from sleeping
change network connectivity
change your audio settings
control vibration
view network connections

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here