ব্যাটারি বাঁচাতে গুগলের এই 6টি টিপসের জুড়ি মেলা ভার, জেনে নিন বিস্তারিত

স্মার্টফোন আসায় ফোনের ব্যবহার বেড়েছে এবং তার সাথে বেড়েছে ব্যাটারির সমস্যা। তবে আপনাদের জানিয়ে রাখি যে কম ব্যাটারিতেও কিন্তু দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যায়। যদিও আপনারা ইন্টারনেটে এই ধরনের অনেক পরামর্শ দেখে থাকবেন কিন্তু তার মধ্যে কোনটি বিশ্বস্ত, সেটা বলা মুশকিল। তবে গুগল কম ব্যাটারিতে দীর্ঘ সময় অ্যান্ড্রয়েড ফোন চালানোর জন্য বেশ কিছু টিপস দিয়েছি, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন সেই টিপসগুলো দেখে নেওয়া যাক। আরও পড়ুন: আপনার Jio Airtel BSNL সিম কোন ব্যান্ডে চলছে জানেন? এইভাবে জেনে নিন

1. ব্যাটারি সেভার চালু করুন

যদিও ব্যাটারির পাওয়ার 15 শতাংশ হওয়ার সাথে সাথেই ব্যাটারি সেভার অটোমেটিক ভাবে চালু হয়ে যায়। তবে আপনি যদি চান তাহলে আপনি তার আগেও এটি চালু করতে পারেন। আপনি যদি মনে করেন যে ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে এবং আপনার পক্ষে ফোনটি দীর্ঘ সময় অন রাখা প্রয়োজন, তাহলে এটি চালু করুন।

ব্যাটারি সেভার চালু হলে আপনার ফোনের স্ক্রীনের উপরের এবং নিচের অংশ কমলা হয়ে যাবে। একবার সেভার চালু হলে, এটি আপনার ফোনে Map বন্ধ করে দেবে। শুধু তাই নয়, এটি ভাইব্রেশন, লোকেশন এবং ব্যাকগ্রাউন্ড ডেটাও সীমিত করে দেয়। এর পাশাপাশি ইমেল এবং মেসেজিং অ্যাপ্লিকেশন সহ আরও অনেক অ্যাপ যতক্ষণ না আপনি খুলবেন ততক্ষণ আপডেট হয় না। এতে ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে যায়। আরও পড়ুন: MIUI 14, Watch S2 এবং Buds 4 TWS এর সাথে 1 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi 13 সিরিজ! জেনে নিন বিস্তারিত

ব্যাটারি সেভার মোড চালু করতে, সেটিংসে যান। সেখান আপনি Battery অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। তারপর আপনি ব্যাটারি সেভার পাবেন, সেটা চালু করুন।

 2. ক্রমাগত কানেক্টিভিটি এড়িয়ে চলুন

ইন্টারনেটের সাথে কানেক্ট থাকলে আপনার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে। মোবাইল হটস্পট ব্যবহার করা, দীর্ঘ সময়ের জন্য GPS ব্যবহার করা, ভিডিও বা মিউজিক স্ট্রিম করা এবং আপনার ব্যাটারি কম থাকলে অতিরিক্ত ফোন কল করা এড়িয়ে চলুন।রোমিং চলাকালীন ভ্রমণের সময় বেশি ফোন কল করলেও ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে।

3. বার বার স্ক্রীন অন করবেন না

গুগল বলছে, আপনি যদি চান আপনার ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চলুক তাহলে বারবার স্ক্রিন অন করবেন না। কারণ ডিসপ্লে থেকে সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয়। কম ব্যাটারিতে ফোন দীর্ঘ সময় চালাতে হলে ভিডিও এবং গ্রাফিক্স রিলেটেড গেমের ব্যবহার কমিয়ে দিন। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ OnePlus এর এই ফোনে পাবেন দারুণ অফার, জেনে নিন ডিটেইলস 

4. অত্যাধিক প্রসেসিং এড়িয়ে চলুন

গুগলের মতে, দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যবহার করতে চাইলে ফোনের ক্যামেরা খুব বেশি ব্যবহার করবেন না বা একটানা কোনো অ্যাপ্লিকেশন দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন না।

5. কানেক্টিভিটি সীমিত রাখুন

ব্যাটারি খুব কম হলে ফোনটিকে এরোপ্লেন মোডে রাখুন। এর সাহায্যে, আপনাকে প্রয়োজনের সময় ফোনটি চালু করতে হবে না এবং ব্যাটারি খরচ অনেকটাই কমে যাবে। বন্ধ করা যাবে না কারণ ফোন চালু এবং বন্ধ করলে অনেক বেশি ব্যাটারি খরচ হয়। আপনি যদি দুর্বল নেটওয়ার্ক এলাকায় মোবাইল ব্যবহার না করেন, তাহলে ফোনটি এরোপ্লেন মোডে রাখাই ভালো। আপনার ডিভাইসটি কানেক্টেড না থাকলে ব্যাটারি ব্যবহার করতে পারবে না।

6. Wi-Fi এর ব্যবহার

আপনি যদি WiFi ব্যবহার করতে চান তাহলে আপনি সেটা এরোপ্লেন মোডেও ব্যবহার করতে পারেন। এতে ব্যাটারি খরচ কমবে এবং আপনি আপনার কাজও করতে পারবেন। ব্যাটারি কম থাকার সময় ব্লুটুথ বন্ধ রাখাই ভালো। আরও পড়ুন: আধার কার্ডে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here