Amazon Great Indian Festival sale: এই ট্যাবলেটগুলিতে পাওয়া যাচ্ছে দারুণ অফার

আজকের দিনে দাঁড়িয়ে ট্যাবলেট শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসাবে থেমে নেই। বরং ক্রিয়েটিভ ওয়ার্কার থেকে শুরু করে বিভিন্ন জীবিকার মানুষদের কাছে এটি ইত্যন্ত প্রয়োজনের ডিভাইসে প্রিন্ট হয়েছে। এবার Amazon Great Indian Festival সী বিভিন্ন ট্যাবলেটে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। এই সুযোগে স্যামসাং, রেডমি, অনার, লেনোভোর মতো ব্র্যান্ডের ট্যাবলেট ছাড় সহ কেনা যাবে। এছাড়া এসবিআই ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যাবহার করে 10 শতাংশ অতিরিক্ত ছাড়ও উপভোগ করা যাবে।

Apple 2022 iPad Air M1

Apple 2022 iPad Air M1 বেশ শক্তিশালী ট্যাবলেট। এতে টু টোন এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং সহ 10.9-इंच ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে যা অসাধারণ ভিজুয়াল দিতে সক্ষম। প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভ কাজের জন্য এতে অসাধারণ পারফরমেন্স পাওয়া যায়। এই ট্যাবলেটে শক্তিশালী Apple M1 চিপ রয়েছে। এতে ভিডিও কনফারেন্সের জন্য 12MP হাই রেজলিউশন ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Apple 2022 iPad Air M1 এ গোটা দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এতে স্টেরিও স্পিকার আছে এবং এটি ম্যাজিক কীবোর্ড, স্মার্ট কীবোর্ড এবং অ্যাপেল পেনসিল (দ্বিতীয় প্রজন্ম) সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 54,900 টাকা
  • ডিল প্রাইস: 43,748 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy Tab S8

Samsung Galaxy Tab S8 কোম্পানির অন্যতম প্রিমিয়াম ট্যাবলেট। এতে 120Hz হার্টস রিফ্রেশরেট সহ 11-ইঞ্চির WQXGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবলেট অ্যাপ এবং ওএসে এতে ফ্ল্যাগশিপ 8 জেন 1 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে 13MP + 6MP রেয়ার ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার রয়েছে এবং এটি এস পেন সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 56,999 টাকা
  • ডিল প্রাইস: 40,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

HONOR Pad X9

HONOR Pad X9 বাজারে উপস্থিত সবচেয়ে ভালো বাজেট ট্যাবলেটগুলির মধ্যে একটি। এতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 11.5-ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে এবং এটি 400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবলেট Hi-Res অডিও টেকনোলজি, সিনেমেটিক সারাউন্ড স্পিকার সহ ইমার্সিভ সাউন্ড পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর দেওয়া হয়েছে। মাল্টি টাস্কিঙের জন্য এতে মাল্টি উইন্ডো সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 16,998 টাকা
  • ডিল প্রাইস: 11,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy Tab S7 FE

Samsung Galaxy Tab S7 FE এর প্রাইস রেঞ্জের বেশ সুন্দর একটি ট্যাবলেট অপশন। এতে 12.4 ইঞ্চির WQXGA TFT ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটে শক্তিশালী মিড রেঞ্জ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G যোগ করা হয়েছে। এতে 10,090mAh ব্যাটারি রয়েছে। পিসির মতো এক্সপেরিয়েন্সের জন্য এতে স্যামসাং ডেস্কের মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। নোটস লেখা এবং ড্রয়িঙের জন্য এতে এস পেন সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 42,897 টাকা
  • ডিল প্রাইস: 26,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Xiaomi Pad 5

সেলে Xiaomi Pad 5 দারুণ অফারের সঙ্গে কেনা যাবে। ডলবি ভিশন সহ এই ট্যাবলেটে 120Hz রিফ্রেশরেটযুক্ত 10.95-ইঞ্চির 2.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানি এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 অক্টাকোর প্রসেসর দিয়েছে। এতে 8,720mAh ব্যাটারি রয়েছে যা অসাধারণ ব্যাকআপ দিতে সক্ষম। এই ট্যাবলেটে কোয়াড ডলবি অ্যাটমস স্পিকার সহ ইমার্সিভ অডিও পাওয়া যায়। এতে দারুণ স্টাইল রয়েছে এবং এটি এক্সটারনাল এইচডিডি সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 25,998 টাকা
  • ডিল প্রাইস: 20,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy Tab S6 Lite

বাজারে উপস্থিত সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেটগুলির মধ্যে Samsung Galaxy Tab S6 Liteএকটি। এতে 60Hz রিফ্রেশরেটযুক্ত 10.4-ইঞ্চির WUXGA ডিসপ্লে রয়েছে। এটি 16M কালার সাপোর্ট করে। স্মুথ প্রসেসিঙের জন্য এতে Exynos 9611 অক্টাকোর প্রসেসর রয়েছে। ফাস্ট কানেক্টিভিটির জন্য এতে 4জি সাপোর্ট করে। এটি এস পেন সাপোর্ট করে। এতে 7,040mAh ব্যাটারি রয়েছে। এতে ডলবি অ্যাটমস 3D সারাউন্ড সহ বিল্ট ইন AKG ডুয়েল স্পিকার আছে যা ইমার্সিভ সাউন্ড সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 28,999 টাকা
  • ডিল প্রাইস: 14,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

HONOR Pad X8

HONOR Pad X8 একটি কম্প্যাক্ট এবং হালকা বাজেট ট্যাবলেট, যা দীর্ঘ ব্যাটারি এবং বড় ডিসপ্লে রয়েছে। ট্যাবলেটে 10.1 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্স, টেক্সটিং, গেমিং এবং স্টাডি আরও সহজ করে তোলার জন্য এতে ফ্লিপ কভার রয়েছে। এটি মাল্টি উইন্ডোজ সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 12 ও ম্যাজিক ইউআই 6.1 এ কাজ করে। এতে মিডিয়াটেক MT8786 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ট্যাবলেটে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 12,998 টাকা
  • ডিল প্রাইস: 8,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Redmi Pad

বাজেট রেঞ্জের Redmi Padএকটি ভালো ট্যাবলেট অপশন। এতে ইউনিবডি ডিজাইন এবং 90Hzরিফ্রেশরেটযুক্ত 10.61-ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটে লো ব্লু লাইট আই প্রোটেকশন দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস সার্টিফিকেশন সহ কোয়াড স্পিকার রয়েছে। এতে Hi-Res সার্টিফিকেশনও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের জন্য এতে FHD রেকর্ডিং সহ 8MP রেয়ার ক্যামেরা এবং 105 ডিগ্রী FOV ওয়াইড অ্যাঙ্গেল ফিচার সহ 8MP ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়া প্রসেসিঙের জন্য এই ট্যাবলেটে মিডিয়াটেক হেলিও জি99 প্রসেসর রয়েছে।

  • সেলিং প্রাইস: 17,999 টাকা
  • ডিল প্রাইস: 12,748 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Lenovo Tab M10

Lenovo Tab M10একটি অসাধারণ ডিসপ্লে সহ শক্তিশালী ট্যাবলেট। এই ট্যাবলেটটি 5G সাপোর্ট করে। এতে 400 নিটস ব্রাইটনেস এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড 10.61-ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে সুন্দর সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ডলবি অ্যাটমস সার্টিফিকেশন সহ ডুয়েল স্পিকার রয়েছে।

  • সেলিং প্রাইস: 26,999 টাকা
  • ডিল প্রাইস: 21,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Apple 2022 11-inch iPad Pro (Wi-Fi + Cellular)

Apple এর এই আলট্রা প্রিমিয়াম ট্যাবলেটে 8-কোর সিপিইউ এবং 10-কোর জিপিইউ সহ শক্তিশালী অ্যাপেল এম2 চিপ রয়েছে। এতে টু টোন ও পি3 ওয়াইড কালার সহ 11 ইঞ্চির লিকুইন রেটিনা ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 12MP ওয়াইড এবং 10MP আলট্রা 10MP রেয়ার ক্যামেরা সহ LiDAR স্ক্যানার যোগ করা হয়েছে যা ইমার্সিভ AR এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফাস্ট কানেক্টিভিটির জন্য এতে 5G কানেক্টিভিটি এবং ওয়াইফাই 6E সাপোর্ট করে। এই ট্যাবলেট দ্বিতীয় প্রজন্ম অ্যাপেল পেনসিল, ম্যাজিক কীবোর্ড এবং স্মার্ট কীবোর্ড সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 96,899 টাকা
  • ডিল প্রাইস: 85,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here