5 টি দমদার ফোন, যা 5G হলে সুপার ফোন হিসেবে মানা হত

আজ আপনি যদি নতুন ফোন কিনতে যান তো চাইবেন সেটি 5G সাপোর্ট করে যেন। কারণ ফোন রোজ কেনার মতো জিনিস নয়, আর একবার কেনা হয়ে গেলে দুই-তিন বছর সেটি ব‍্যবহার করতে হয়। আজ ভারতীয় বাজারে 20 হাজার টাকায় 5G ফোন উপলব্ধ হয় এবং সেটিকে ঠিক ঠাক বলা যেতে পারে। কিন্তু এরকম কিছু ফোন আছে যা পারফরম্যান্স থেকে শুরু করে ক‍্যামেরা ক‍্যাপেবিলিটি অনেকটাই প্রশংসনীয় হয় কিন্তু সেগুলিতে 5G না থাকা অনেক বড়ো কমতি মানা হয়। আমরা এরকম‌ই 5 টি দমদার স্মার্টফোন সম্পর্কে কথা বলবো যার মধ্যে 5G থাকলে Super Phone হয়ে যেত।

Samsung Galaxy F62

স‍্যামসাং গ‍্যালাক্সি এফ 62 কোম্পানি 25 হাজার টাকার কম বাজেটে পেশ করেছে আর এই ফোনটি এই প্রাইস রেঞ্জে সবচেয়ে শক্তিশালী ফোনের মধ্যে একটি। আপনি ফোনে গেম খেলুন, ফোটোগ্রাফি করুন বা ব‍্যাটারি আর ডিসপ্লের কথা করলে অনেকটাই প্রশংসনীয় এটি। বেঞ্চমার্ক স্কোরে গ‍্যালাক্সি এফ 62 নিজের প্রতিযোগিদের বড়ো মার্জিনে হারায়। কিন্তু এতে 5জি না থাকায় ইউজার্স দের হতাশা হয়। এই এক্সিনোস 9825 প্রসেসরে কাজ করে যা অনেকটাই শক্তিশালী। এর সাথেই 64 এমপি এর কোয়াড ক‍্যামেরা সেটাপ আছে আর 6.7 ইঞ্চির ফুল এইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া আছে। কোম্পানি এটিকে 7,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারির সাথে পেশ করেছে। ফোনটি সত্যিই অনেক সুন্দর।

Xiaomi Redmi Note 10 Pro Max

শাওমি বিগত দিনে রেডমি নোট 10 প্রো ম‍্যাক্স এর ইন্ডিয়াতে লঞ্চ করেছে। এই ফোনটি নিজের অতুলনীয় ডিজাইন আর 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা এর জন্য অনেকটাই প্রশংসনীয়। এর সাথেই আপনি 8 জিবি পর্যন্ত র‍্যাম মেমরি পেয়ে যাবেন। কোম্পানি 6.6 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে যুক্ত আর পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াটের চার্জিং সুবিধা আছে। সবকিছু ভালো হ‌ওয়ার পরেও ফোনে 5জি নেই আর এই কমতিকে বড়ো এই জন‍্য‌ই মানা হবে কারণ এই রেঞ্জে শাওমি এর মী10আই পাওয়া যাবে আর সেটির মধ্যে আপনি 108 এমপির ক‍্যামেরা এর সাথে 5জি সাপোর্ট পেয়ে যাবেন।

Samsung Galaxy M51

এই শ্রেনীতে একটি নাম স‍্যামসাং গ‍্যালাক্সি এম51 এর‌ও আছে। এই ফোনটি‌ও অনেক ভালো। যদি 20-25 হাজার টাকা প্রাইসে সবচেয়ে বেস্ট ক‍্যামেরা ফোনের কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এম51 সবার উপরে আসে। 64 এমপির কোয়াড ক‍্যামেরা সেটাপ ছাড়া আপননি 32 এমপির দমদার সেল্ফিও পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লে অতুলনীয় হ‌ওয়ার সাথে প্রসেসিংও অনেক ভালো। ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সাথে কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 730 জি চিপসেট আর 7,000 এম‌এএইচ এর ব‍্যাটারি পেয়ে যাবেন। কিন্তু এতেও 5জি পাওয়া যাবে না আর এই কারনেই এটিও সুপার ফোন হতে পারেনি।

Realme X3 Super Zoom

30 হাজার টাকা প্রাইসে আরও একটি ফোন আছে যা নিজের স্পেসিফিকেশন্সের জন্য সুপার ফোন হতে পেরেছে কিন্তু 5জি এর কমতি এর জন্য এই ফোনটি বেস্ট ফোন হতে পারলো না। এই ফোনটি হল রিয়েলমি এক্স3 সুপার জুম। কোম্পানি এই ফোনটিকে কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে পেশ করেছে আর প্রসেসর অনেক শক্তিশালী। এর সাথেই 6.6 ইঞ্চির 120 হার্টজ এর রিফ্রেশ রেট এর স্ক্রিন দেওয়া আছে আর 8 জিবি এর র‍্যাম মেমরি উপলব্ধ থাকবে। এর সাথেই 64 এমপির কোয়াড ক‍্যামেরা 5 এক্স অপ্টিকাল জুমের সাথে আসে। সবকিছু ভালো হ‌ওয়া সত্ত্বেও 5 জি না থাকায় কমতি থেকে যায়।

Vivo V20

এই সিরিজেই আর একটি ফোন যার মধ্যে 5 জি এর কমতি অনেক বড়ো বলা যেতে পারে আর এটি হল ভিভোর ভি20 মডেল। কোম্পানি এটির বড়ো ভেরিয়েন্ট ভিভো ভি20 প্রো তে 5জি সাপোর্ট দিয়েছে। কিন্তু ভি20 তে আপনি সেটি পাবেন না। ফোনটি দেখতে খুবই সুন্দর আর 64 এমপির ট্রিপল ক‍্যামেরা সেটাপ আপনাকে ইম্প্রেস ও করবে। আবার 8জিবি র‍্যাম, ফাস্ট চার্জিং সাপোর্ট আর 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে এই ফোনের উপযোগিতা বাড়ায়। সবকিছু ভালো হ‌ওয়ার পরেও 5জি না থাকা এই ফোনকে পিছনে রেখে দেয়। তাছাড়া অফলাইন স্টোরের সুপার ফোন এটিকে বলা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here