BGMI Unban Date : Battlegrounds Mobile India ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে Krafton, জেনে নিন লেটেস্ট আপডেট

বেশ কিছু দিন আগে PUBG Mobile এর ভারতীয় ভার্সন BGMI (Battlegrounds Mobile India) গেমটিও ভারতে ব্যানড করা হয়েছে। গেমটির ভক্তরা সেই থেকে এই গেমের আনব্যান হওয়ার অপেক্ষায় আছে। গেমের ডেভেলপার কোম্পানি Krafton শীঘ্রই ভারতে এই গেমটি ফিরিয়ে আনতে পারে। এর জন্য কোম্পানি Battlegrounds Mobile India গেমে কিছু পরিবর্তনও ঘটাতে পারে। খুব তাড়াতাড়ি গেমের ডেভেলপার এই গেমের রিলিজ ডেট ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কিছু দিন ধরে ইন্ডিয়ান গেমিং কমিউনিটিতে BGMI Unban টপিক যথেষ্ট ট্রেন্ডিং করছে। তাই BGMI সম্পর্কে কোনো নতুন তথ্য পেলেই গেমের ফ্যানদের মধ্যে উৎসাহের ঝড় উঠছে। তবে এখনও পর্যন্ত BGMI এর পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই পোস্টে আমরা BGMI Unban সম্পর্কে পাওয়া লেটেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব।

BGMI Unban date

Battlegrounds Mobile India শর্টে BGMI ভারতে ব্যাটেল রয়্যাল গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। ভারত সরকার দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং নাগরিকদের প্রাইভেসির কথা মাথায় রেখে ভারতে সমস্ত প্ল্যাটফর্মে এই গেমটি ব্যানড করা হয়েছে। এর আগে পাবজি ব্যানড হওয়ার পর অনেক কষ্টে Krafton গেমটি ফিরিয়ে এনেছিল। তাই গেমের ফ্যানরা ধরেই রেখেছে খুব তাড়াতাড়ি BGMI ভারতে ফিরতে চলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আগামী অক্টোবর মাসে বা নভেম্বর মাসে ভারতে BGMI গেমের প্রত্যাবর্তন হতে পারে।

BGMI এর প্রত্যাবর্তন সম্পর্কে গেমারদের মধ্যে বর্তমানে যথেষ্ট গসিপ চলছে। বার ম্যানিয়ার ফাউন্ডার এবং সিইও হরিশব ভট্টাচার্যি জানিয়েছেন Krafton এবং ভারত সরকারের মধ্যে এই গেমটি নিয়ে কথাবার্তা হয়ে গেছে। মূলত ডেটা প্রাইভেসির ওপর উভয় পক্ষ আলোচনা করেছে।

Starwalr Esports এর কো-ফাউন্ডার তোউকীর গিলকর গেমের ডেভেলপারদের সঙ্গে কয়েকটি মিটিঙে অংশগ্রহণ করেছেন যেখানে BGMI UNBAN সম্পর্কে আলোচনা হয়েছে। গ্লোবাল ই-স্পোর্টসের সিইও রুশিন্দ্র সিনহাও BGMI এর UNBAN সম্পর্কে আভাস দিয়েছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here