Samsung Galaxy M52 5G আর Galaxy F42 5G ইন্ডিয়াতে এই মাসে হবে লঞ্চ, প্রস্তুতি নিয়ে নিন

Samsung ইন্ডিয়াতে জলদি চিনি স্মার্টফোন কোম্পানি গুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা পেশ করতে একটি না বরং দুটি নতুন 5G ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আসলে একজন টিপস্টার Samsung দুটি 5G Phone ইন্ডিয়াতে লঞ্চ করবে এই তথ্য দিয়েছে। এই দুটি ফোনের নাম Samsung Galaxy M52 5G আর Galaxy F42 5G হবে যা বহু সময় ধরে ইন্টারনেটে লিকের মাধ্যমে সামনে আসছে। বিগত দিনে Galaxy M52 5G এর BIS লিস্টিঙ দেখা গিয়েছিল, যার থেকে আন্দাজ করা যাচ্ছিল যে ইন্ডিয়াতে ফোনটি লঞ্চ হবে। এছাড়া আশা করা হচ্ছে যে আগামী সময়ে Samsung Galaxy M52 5G আর Galaxy F42 5G এর দাম‌ও সামনে এসে যাবে।

আরও পড়ুন: চাইনিজ ফোন কোম্পানি গুলিকে চিন্তিত করতে ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy M52 5G, লঞ্চের আগে ওয়েবসাইটে হলো লিস্ট

Samsung Galaxy M52 5G আর Galaxy F42 5G এর ইন্ডিয়া লঞ্চ

টিপস্টার Debayan Roy এর অনুযায়ী Samsung Galaxy M52 5G ইন্ডিয়া আগামী মাস সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এছাড়া Galaxy F42 5G সম্পর্কে জানানো হয়েছে যে কোম্পানি সেপ্টেম্বরে গ‍্যালাক্সি এম52 5জি কে আগে লঞ্চ করবে। অথচ এখনো লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু যদি ফোনটি সেপ্টেম্বরে লঞ্চ হয় তাহলে আমরা আশা করতে পারি যে কোম্পানি জলদিই এই ফোনের টিজ করা শুরু করে দেবে।

Samsung Galaxy M52 5G এর স্পেসিফিকেশন্স

Samsung Galaxy M52 5G স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি জলদি লঞ্চ হতে পারে। লঞ্চের আগে স‍্যামসাং এর এই স্মার্টফোনটিকে বিগত দিনে 3C সার্টিফিকেশনে লিস্ট করা হয়েছিল। এই লিস্টিঙ থেকে স‍্যামসাং এর ফোনের ব‍্যাটারীর মডেল নাম্বার আর ক্ষমতা সম্পর্কে জানা গিয়েছিল। স‍্যামসাং এর এই ফোনে দেওয়া ব‍্যাটারীর মডেল নাম্বার EB-BM526ABY আর এই ব‍্যাটারী 4860mAh এর হবে। Samsung এই স্মার্টফোনে‌র মার্কেটিং 5,000mAh ব‍্যাটারীর রূপে করতে পারে।

আরও পড়ুন: Realme GT 5G আর Realme Slim Book ভারতে আজকে হবে লঞ্চ, জানুন এই বিষয়ে সবকিছু

স‍্যামসাং এর এই ফোনটিকে 15W বা 25W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি Geekbench এর ওয়েবসাইটে‌ও পদক্ষেপ রেখেছে যার থেকে এর খুব শীঘ্রই লঞ্চ হ‌ওয়ার হিন্ট পাওয়া যাচ্ছে। এই লিস্টিঙে স‍্যামসাং এর এই ফোনটিকে মডেল নাম্বার SM-M526BR এর সাথে স্পট করা গিয়েছিল। বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স‍্যামসাং এর এই ফোনটিকে 6GB র‍্যামের সাথে লিস্ট করা হয়েছে। আশা করা হচ্ছে যে স‍্যামসাং এই ফোনের 8GB র‍্যাম ভেরিয়েন্ট‌ও লঞ্চ করতে পারে।

স‍্যামসাং এর এই ফোনটিকে Qualcomm Snapdragon 778G SoC এর সাথে Adreno 642L GPU এর সাথে লঞ্চ করা যেতে পারে। স‍্যামসাং এর এই ফোনটি Android 11 এ আধারিত স‍্যামসাং এর কাস্টম স্কিন OneUI 3.0 তে রান করবে। স‍্যামসাং এর আপকামিং Galaxy M52 5G স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটি বিগত দিনে চীনে লঞ্চ হ‌ওয়া Galaxy F52 5G এর রিব্র‍্যান্ড ভার্সন হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here