boAt ট্র্যাকিং ডিভাইস ক্যাটাগরিতে পা রেখে ভারতে নতুন boAt Tag লঞ্চ করেছে। এই BLE (Bluetooth Low Energy) সহ জিও-ট্র্যাকিং ডিভাইস অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পেশ করা হয়েছে এবং এতে এক বছর ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এতে Google Find My Device নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হয়েছে। এর সাহায্যে ওয়ালেট, চাবি, লাগেজ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস ট্র্যাক করা যাবে।
boAt Tag এর দাম এবং সেল
- ভারতে boAt Tag এর দাম রাখা হয়েছে 1,299 টাকা এবং এটি শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে।
- গ্রাহকরা boAt এর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, Flipkart, Blinkit, Swiggy, Instamart, Zepto এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে boAt Tag কিনতে পারবেন।
- এই ট্র্যাকিং ডিভাইসের বক্সে একটি অতিরিক্ত ব্যাটারি, একটি শক্ত লিনিয়ার্ড এবং একটি ডবল সাইডেড টেপ দেওয়া হবে।
- কমাপ্নির পক্ষ থেকে এই প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
boAt Tag এর ফিচার
- boAt Tag-এ 80dB অ্যালার্ম দেওয়া হয়েছে, এর ফলে ভিড়ের মধ্যে বা কোলাহলপূর্ণ পরিবেশে হাত্রান জিনিস সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে এই অ্যালার্ম অ্যাক্টিভ করার জন্য ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকতে হবে।
- এই নতুন ট্র্যাকিং ডিভাইস Google Find My Device নেটওয়ার্কের মাধ্যমে সেমি রিয়েল টাইম ট্র্যাকিং দিতে সক্ষম। এর ফলে ইউজাররা হারান জিনিস খুঁজতে পারবেন। ইউজাররা ফোনে তাদের জিনিস ‘Lost’ মার্ক করলে সঠিক লোকেশন আপডেট এবং ডাইরেকশন পেতে পারেন।
- boAt Tag-এ আননোন ট্র্যাকার অ্যালার্টও দেওয়া হয়েছে, ফলে ইউজারদের প্রাইভেসি ও সিকিউরিটি বজায় থাকবে। এর সাহায্যে আনঅথরাইজড ট্র্যাকিং অ্যাটেম্পট চিনতে এবং সমাধান করতে সক্ষম।
- Amazon লিস্টিং অনুযায়ী boAt Tag এর ওজন 30 গ্রাম এবং এটির ডায়মেনশন 5x3x0.5 সেমি।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন জিও ট্র্যাকিং ডিভাইস SIM কার্ড ছাড়াও কাজ করতে পারে।
- boAt আরও জানিয়েছে boAt Tag এর ব্যাটারি এক বছর পর্যন্ত চলতে পারে এবং এতে ইউজার রিপ্লেসেবল ব্যাটারি ফিচারও দেওয়া হয়েছে।