10GB ডেটা সহ 30 দিন চলবে BSNL এর ছোটু রিচার্জ প্ল্যানটি, জেনে নিন ডিটেইলস

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অন্য যেকোনো টেলিকম কোম্পানির তুলনায় দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। আজকের এই পোস্টে আপনাদের BSNL ইউজারদের জন্য কোম্পানির স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) 147 সম্পর্কে জানানো হল। এই রিচার্জে কোম্পানি তাদের গ্রাহকদের প্রায় এক মাস সময় ভ্যালিডিটির সাথে, ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। Airtel এবং Jio-এর কাছেও বর্তমানে এই প্ল্যানকে টক্কর দেওয়ার মতো কোন প্ল্যান নেই। এই পোস্টে আপনাদের এই প্ল্যানে উপলব্ধ সমস্ত সুবিধা সম্পর্কে জানানোর পাশাপাশি এই প্ল্যানের কাছাকাছি দামের বেসরকারী টেলিকম কোম্পানিগুলোর প্ল্যান সম্পর্কেও জানানো হল। আরও পড়ুন: শক্তিশালী Snapdragon 8+ Gen 1 চিপসেট সহ শীঘ্রই লঞ্চ হবে Nothing Phone (2), জেনে নিন স্পেসিফিকেশন

BSNL রিচার্জের সুবিধা

  • BSNL-এর 147 টাকার প্রিপেড প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি রয়েছে।
  • এই প্ল্যানে ইউজাররা মোট 10GB ডেটা পাবেন। যেটা একসাথে ব্যবহার করা যাবে।
  • ডেটার পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ফ্রি BSNL টিউন পাওয়া যাচ্ছে।
  • তবে এই প্ল্যানে কোনও SMS এর সুবিধা নেই৷

এই প্ল্যানের কাছাকাছি দামের Jio – Airtel প্ল্যান

  1. Jio-এর 149 টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম 149 টাকা। এই প্রিপেড প্ল্যানে 20 দিনের জন্য মোট 1GB ইন্টারনেট ডেটাও পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে Jio-এর যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে।
  2. Airtel এর 149 টাকার প্ল্যান: Airtel এর 149 টাকার প্ল্যানে 30 দিনের জন্য 1GB ডেটা এবং Airtel Extreme মেম্বারশিপ দেওয়া হয়।

কোন প্ল্যানটি বেশি ভালো?

Jio- Airtel প্ল্যানের দাম 2 টাকা দাম বেশি হওয়ার পাশাপাশি এই প্ল্যানে কম ডেটা দেওয়া হয়। কম খরচে এবং বেশি সুবিধার ক্ষেত্রে BSNL এর প্ল্যানটি সেরা। যদিও BSNL কোম্পানি এখনও 3G পরিষেবা প্রদান করায় ইউজাররা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, অন্যদিকে Airtel এবং Jio 5G তে পৌঁছে গেছে। আরও পড়ুন: রকস্টার, আন্ধাধুনসহ এই সিনেমাগুলি ফ্রিতে দেখতে পাবেন Jio সিনেমাতে, দেখে নিন তালিকা

BSNL 4G লঞ্চের কাজ চলছে

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, BSNL 4G কানেক্টিভিটির উপর দ্রুত কাজ করছে। আসলে এখনও পর্যন্ত BSNL তাদের 4G নেটওয়ার্ক চালু করতে পারেনি। কোম্পানি তাদের 4G নেটওয়ার্ক ইনস্টল করার জন্য বিভিন্ন রাজ্যে কাজ করছে। সম্প্রতি BSNL পাঞ্জাবে একটি পাইলট প্রোগ্রাম শুরু করেছে। এখনও পর্যন্ত BSNL তাদের 135 টি টাওয়ার স্থাপন করেছে। আরও 75 টি টাওয়ারের কাজ চলছে। সমস্ত টাওয়ার ইনস্টল করার পরে তিন মাসের জন্য কোম্পানি এগুলি টেস্ট করবে, তারপরে BSNL 4G নেটওয়ার্কের শুরু করার কাজে আরও স্পিড আনবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here