Jio Fiber এর এফেক্ট, BSNL Bharat Fiber আবার পেশ করল 777 টাকার ব্রডব্যান্ড প্ল‍্যান

ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবছরের জুলাই মাসে তাদের ফাইবার ব্রডব্যান্ড প্ল‍্যান পেশ করেছিল, যা এখন আরও একবার পেশ করা হল। কোম্পানি Jio Fiber এর এফেক্ট দেখে 777 টাকা দামের প্ল‍্যানটি আরও একবার পেশ করল। এর সঙ্গে কোম্পানি 849 টাকা দামের একটি ব্রডব্যান্ড প্ল্যান পেশ করেছে। 

Exclusive : 32,990 টাকা দামে লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A70s, এতে থাকবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

BSNL এর 777 টাকা দামের প্ল‍্যানের সঙ্গেই তাদের নতুন 849 টাকা দামের প্ল‍্যানটি লিস্টেড আছে। কোম্পানির 777 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যানে 50 এমবিপিএস স্পীডে 500 জিবি ডেটা 30 দিন ভ‍্যালিডিটিসহ পাওয়া যায়। FUP লিমিট শেষ হয়ে গেলে প্ল‍্যানে 2 এমবিপিএস স্পীডে ডেটা পাওয়া যায়। এই তথ্য TelecomTalk এর রিপোর্ট থেকে জানা গেছে। 

এছাড়া 777 টাকা দামের প্রমোশনাল অফার শেষ হ‌ওয়ার পর ইউজারদের কাছে 849 টাকার প্ল‍্যানের অপশন থাকবে। এই প্ল‍্যানে গ্ৰাহক 600 জিবি ডেটা 50 এমবিপিএস স্পীডে ব‍্যবহার করতে পারবেন। এই 777 টাকার ব্রডব্যান্ড প্ল‍্যানটি সব সার্কেলেই (Andaman and Nicobar ছাড়া) কার্যকর হবে। 

Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা

জানিয়ে রাখি কিছু দিন আগেই জিও তাদের ফাইবার প্ল‍্যান পেশ করেছিল। Reliance Jio এর পক্ষ থেকে Jio Fiber এর প্রাথমিক প্ল‍্যানের দাম 699 টাকা রাখা হয়েছে। এই প্ল‍্যানটির নাম ব্রোঞ্জ প্ল‍্যান দেওয়া হয়েছে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 30 দিন। Jio Fiber Bronze Plan এ 100 এমবিপিএস স্পীডে 100 জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানে 100 জিবি ডেটার সঙ্গে 50 জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে। অর্থাৎ ইউজার 699 টাকার বিনিময়ে 30 দিনের জন্য মোট 150 জিবি ডেটা পাবেন। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here