Exclusive : 32,990 টাকা দামে লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A70s, এতে থাকবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

কিছু দিন আগেই আমরা ঘোষণা করেছিলাম যে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A70s লঞ্চ করতে পারে। এটি কোম্পানির প্রথম স্মার্টফোনে হতে চলেছে যার মধ্যে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে পেশ করা হতে পারে। আবার কিছু দিন আগে আমরা স‍্যামসাং রিটেইল স্টোর থেকে একটি পোস্টার‌ও শেয়ার করেছিলাম যেখানে ফোনটির নাম স্পষ্ট ভাবে লেখা আছে। যদিও কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি কিন্তু এই পোস্টারটি এই কথার প্রমাণ যে Samsung Galaxy A70s ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে। গতকাল আমরা এই ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য পেয়েছি। আমরা Samsung Galaxy A70s এর দামের সঙ্গে সঙ্গে এই ফোনটির ব‍্যাটারী সম্পর্কেও জানতে পেরেছি। ভারতীয় বাজারে এই ফোনটি 32,990 টাকা দামে লঞ্চ করা হবে এবং এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে। 

22 বছর আগে হারিয়ে গেছিল এক ব‍্যাক্তি, খুঁজে দিল Google

আমরা এই তথ্য স‍্যামসাঙের‌ই এক আধিকারিকের থেকে জানতে পেরেছি যে তাঁর নাম না জানানোর শর্তে এইসব তথ্য দিয়েছেন। তিনি আরও বলেছিলেন Samsung Galaxy A70s ফোনটি এই মাসের 20 সেপ্টেম্বরের পরে যে কোনো দিন লঞ্চ করা হতে পারে এবং 17 সেপ্টেম্বর থেকে দিল্লির এনসিআরে এর জন্য প্রমোটার্সদের ট্রেনিং‌ও শুরু হয়ে যাবে। আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি তবে বলা হয়েছে যে এই ফোনটি কিছু মাস আগে লঞ্চ করা Samsung Galaxy A70 এর‌ই আপগ্ৰেড ভার্সন হবে এবং স্ক্রিনসহ অন‍্যান‍্য বেশ কিছু ফিচারের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য দেখা যাবে না। 

Samsung Galaxy A70s স্পেসিফিকেশন

কিছু দিন আগে Samsung Galaxy A70s ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছিল এবং এখানে কিছু তথ্য‌ও দেওয়া ছিল। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেখা যাবে। এতদিন 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত Realme XT এবং Redmi Note 8 Pro এর ক্ষেত্রে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যেত সেখানে দাঁড়িয়ে Samsung Galaxy A70s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। 

8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Google Pixel 4 XL 5G, লঞ্চ হবে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে

Samsung Galaxy A70s ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। 

কিছু দিন আগে কোম্পানি ভারতে Samsung Galaxy A30s ও Samsung Galaxy A50s স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এই দুটি ফোনেই কোম্পানি স‍্যামসাং পে সার্ভিস পেশ করেছিল। এই সার্ভিস Samsung Galaxy A70s এও দেওয়া হতে পারে। 

Xiaomi এর কীর্তি : Redmi Note 7 Pro হয়ে গেছে ভারতের বেস্ট সেলিং স্মার্টফোন

Samsung Galaxy A সিরিজ

Samsung তাদের Galaxy A সিরিজ আজ থেকে কয়েক বছর আগে পেশ করেছিল। কিন্তু সেই সময় Samsung Galaxy A7 ও Samsung Galaxy A8 এর মতো ফোন পেশ করা হত। কিন্তু এবছর কোম্পানি এই সিরিজে কিছু পরিবর্তন ঘটিয়েছে এবং ফেব্রুয়ারিতে কোম্পানি এক সঙ্গে Samsung Galaxy A10, Galaxy A20, Galaxy A30 ও Galaxy A50 নামে চারটি ফোন পেশ করেছিল। এর কয়েক মাস পর কোম্পানি এই সিরিজে Samsung Galaxy A70 ও Galaxy A80 এর মতো স্মার্টফোন লঞ্চ করে যা অপেক্ষাকৃত একটু বেশি বাজেটের স্মার্টফোন। এবার কোম্পানি এই সিরিজ আপগ্ৰেড করে Samsung Galaxy A10s, Galaxy A30s এবং Galaxy A50s স্মার্টফোন লঞ্চ করেছে। এই উদ্দেশ্যেই এবার কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A70s এবং Galaxy A20s স্মার্টফোন‌ও লঞ্চ করা হবে। অনেক দিন ধরেই এই ফোনগুলি সম্পর্কে একাধিক লিক সামনে আসছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here