BSNL এর ধামাকা, লঞ্চ করল চারটি নতুন Bharat Fiber প্ল‍্যান, প্রতিযোগিতার মুখে Jio

Reliance Jio এর জিও ফাইবার ও অন‍্যান‍্য কোম্পানির ব্রডব্যান্ড প্ল‍্যানকে টেক্কা দেওয়ার জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল চারটি নতুন ব্রডব্যান্ড প্ল‍্যান লঞ্চ করেছে। এই নতুন প্ল‍্যানগুলি ভারত ফাইবার ক‍্যাটাগরিতে পেশ করা হয়েছে। কোম্পানির এই নতুন ব্রডব্যান্ড প্ল‍্যানগুলির প্রাথমিক দাম 449 টাকা। আগামী 1 অক্টোবর থেকে দেশের কিছু বাছাই করা সার্কেলে এই প্ল‍্যানগুলি কার্যকর হয়ে যাবে। প্ল‍্যানগুলির দাম যথাক্রমে 449 টাকা, 799 টাকা, 999 টাকা এবং 1,499 টাকা। কোম্পানি তাদের এই প্ল‍্যানগুলি প্রমোশনাল হিসেবে পেশ করেছে যা 90 দিন পর্যন্ত ভ‍্যালিড থাকবে। চলুন দেখে নেওয়া যাক কোম্পানির এই নতুন প্ল‍্যানগুলির বেনিফিট সম্পর্কে।

আরও পড়ুন: ভারতে 7 অক্টোবর এন্ট্রি নেবে 64MP ক‍্যামেরাওয়ালা সস্তা Realme 7i, নিশ্চিতভাবে চ‍্যালেঞ্জের মুখে Xiaomi

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই প্ল‍্যানের নাম রেখেছে Bharat Fiber প্ল‍্যান। সবচেয়ে বড় কথা 999 টাকা ও 1,499 টাকা দামের প্ল‍্যানের সঙ্গে Disney+ Hotstar Premium এর মেম্বারশিপ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও এই প্ল‍্যানে ফ্রি কলিং উপভোগ করা যাবে।

499 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে 30 MBps স্পীডে 3.3 টিবি (3,300 জিবি) ডেটা দেওয়া হচ্ছে। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাওয়া যাচ্ছে। ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যাবে, তবে ইন্টারনেট ব‍্যবহার চালু রাখা যাবে। এই প্ল‍্যানটি আন্দামান ও নিকোবর সার্কেল ছাড়া অন‍্যান‍্য সার্কেলে কার্যকর।

আরও পড়ুন: শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি

799 টাকার প্ল‍্যান

এই দ্বিতীয় প্ল‍্যানটিতে 100 MBps স্পীডে 3.3 টিবি (3,300 জিবি) ডেটা পাওয়া যায়। এক্ষেত্রেও লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যায়। 499 টাকা দামের প্ল‍্যানেও এক‌ই সুবিধা পাওয়া যায়, তবে কম স্পীডে।

999 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানে ইউজারদের 200 MBps স্পীডে 3.3 টিবি (3,300 জিবি) ডেটা দেওয়া হয়। লিমিট শেষ হ‌ওয়ার পর স্পীড কমে সেই 2 এমবিপিএসে নেমে আসে। এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়।

আরও পড়ুন: 10 inch ডিসপ্লে ও 7040mAh ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab A7

1,499 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানটি নিলে ইউজাররা 300 MBps স্পীডে 4 টিবি (4,000 জিবি) ডেটা পাবেন। তবে কিছু কিছু সার্কেলে সর্বোচ্চ স্পীড 200 এমবিপিএস‌ই দেখা গেছে। এক্ষেত্রে লিমিট শেষ হলে স্পীড 4 এমবিপিএস হয়। এছাড়া এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা আছেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here