ডেইলি 2GB পর্যন্ত ডেটা সহ BSNL নিয়ে এসেছে 2টি নতুন প্লা, চাপের মুখে Airtel এবং Jio

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ইউজারদের জন্য নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যান লঞ্চের পর জিও এবং এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। এর মূল কারণ হল BSNL যে দামে যত বেনিফিট দিচ্ছে তা অন্য কোনো কোম্পানির কাছে নেই। এই দুটি প্ল্যানের বেনিফিট দুই রকম এবং এতে ডেটা ও কলিং পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যান সম্পর্কে।

BSNL লঞ্চ করল দুটি সস্তা প্ল্যান

BSNL এর পক্ষ থেকে 58 টাকা এবং 59 টাকা দামের দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি প্ল্যানে শুধু ডেটা পাওয়া যায় এবং অপর প্ল্যানে ডেটা ও ভয়েস কল উভয়ই পাওয়া যায়। যেসব গ্রাহকরা দামি প্ল্যানের পেছনে বেশি টাকা খরচ করতে চান না এই প্ল্যানগুলি তাদের জন্য বিশেষ উপকারী হবে।

BSNL এর 58 টাকা দামের প্ল্যান

BSNL এর 58 টাকা দামের প্ল্যানে 7 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ প্ল্যানটিতে মোট 14GB ডেটা উপভোগ করা যায়। জানিয়ে রাখি এই প্ল্যানটি তখনই ব্যাবহার করা যাবে যখন ইউজারদের কাছে আগে থেকে কোনো অ্যাক্টিভ প্ল্যান থাকবে।

BSNL এর 59 টাকা দামের প্ল্যান

BSNL এর 59 টাকা দামের প্ল্যানে ডেটা এবং কলিং উভয় বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 7 দিন। এই প্ল্যানটি রিচার্জ করে ডেইলি 1GB করে মোট 7GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও 7 দিন পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে।

BSNL আনতে চলেছে 4G নেটওয়ার্ক

জানিয়ে রাখি কিছু দিন আগে পিটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী আগস্ট মাস থেকে গোটা দেশে BSNL তাদের 4G নেটওয়ার্ক রোলআউট করতে চলেছে। BSNL 4G সার্ভিসের স্পীড 40-45mbps পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। আরও বলা হয়েছে BSNL এর সার্ভিস 700MHz ফ্রিকোয়েন্সিতে লঞ্চ করা হবে। তবে অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে কোম্পানি বা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here