বিএস‌এন‌এল আপডেট করল পোস্টপেইড প্ল‍্যান, এখন পাওয়া যাবে ডবলের বেশি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) কিছু দিন আগে বিগস অ্যাপ্লিকেশন লঞ্চ করে। এই অ্যাপের সাহায্যে ইউজার ফোনে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও ওয়াইফাই ও অ্যাপের মাধ্যমে ইন্টারনেট কলিং করতে পারবেন। বিগস অ্যাপের মাধ্যমে যেখানে মোবাইল নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো না সেইসব এলাকার লোকজন সবচেয়ে বেশি লাভবান হবেন। আজ গ্ৰাহকদের কথা মাথায় রেখে কোম্পানি তাদের দুটি পুরোনো পোস্টপেইড প্ল‍্যান আপডেট করল।

জিওফোন 3 এর তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে এই ফোন

বিএস‌এন‌এলের পক্ষ থেকে 525 টাকা ও 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে কিছু ফেরবদল করা হয়েছে। 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানে ইউজারদের এক মাসের জন্য 40 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। আগে এই প্ল‍্যানে 15 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত কিন্তু এখন এতে দ্বিগুণেরও বেশি ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল‍্যানে কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে।

এক‌ই ভাবে 725 টাকার পোস্টপেইড প্ল‍্যানে ইউজারদের এক মাসের জন্য 50 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কল দেওয়া হচ্ছে। এই ভয়েস কল লোকাল ও ন‍্যাশানালের সঙ্গে সঙ্গে রোমিঙেও ফ্রি থাকবে। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এক মাস এস‌এম‌এস পাওয়া যাবে। এসবের সঙ্গে এই প্ল‍্যানে কোম্পানির তরফ থেকে এক বছরের জন্য আমাজন প্রাইম মেম্বারশিপ ফ্রিতে দেওয়া হচ্ছে।

এক্সক্লুসিভ : 6 মার্চ ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, 15 মার্চ থেকে হবে সেল

বিএস‌এন‌এলের 725 টাকার প্ল‍্যানে আনলিমিটেড ইন্টারনেট ডেটাও দেওয়া হচ্ছে। একবার 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পর‌ও ইউজার তার নাম্বার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 50 জিবি ইন্টারনেট ডেটা শেষ হ‌ওয়ার পরে 40 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যান গোটা দেশে চালু করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী বিএস‌এন‌এল 525 টাকার পোস্টপেইড প্ল‍্যানটিতে কোলকাতা সার্কেলে এক মাসে 80 জিবি ইন্টারনেট ডেটা দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here