এক্সক্লুসিভ : 6 মার্চ ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, 15 মার্চ থেকে হবে সেল

দীর্ঘ কয়েক দিন ধরে স‍্যামসাঙের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন গ‍্যালাক্সি এস10 সম্পর্কে সমালোচনা চলে আসছে। কোম্পানি কিছু দিন আগে জানায় আগামী 20 ফেব্রুয়ারি ফোনটি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হবে। খবরটি পাওয়ার পর থেকেই ভারতে কানাঘুষো শুরু হয়ে গেছে এবং তার থেকে বড় কথা 91মোবাইলসের কাছে এই ফোনটির ব‍্যাপারে এক্সক্লুসিভ খবর আছে। আমাদের কাছে ফোনটির লঞ্চ ডেট থেকে সেল ডেট সব খবর আছে।

ভারতে লঞ্চ হল ওপ্পো কে1, এতে আছে 4 জিবি র‍্যাম, ডুয়েল ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

খবর পাওয়া গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 6 মার্চ ভারতে লঞ্চ করা হবে। এবং 15 মার্চ থেকে ফোনটির সেল শুরু হবে। কোম্পানির সঙ্গে গত কয়েক বছর ধরে যুক্ত এক ডিস্ট্রিবিউটরের থেকে এই খবর পাওয়া গেছে। তিনি গ‍্যালাক্সি এস10 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়েছেন। এছাড়া আরও বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে আমরা এই তথ্যের সত্যতা যাচাই করেছি।

তিনি বলেছেন গ‍্যালাক্সি এস10 সিরিজের সব ফোন গ‍্যালাক্সি এস10ই, গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস ভারতে লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা এর মধ্যে 12 জিবি র‍্যামযুক্ত গ‍্যালাক্সি এস10 প্লাস‌ও আছে যা 5জি সাপোর্ট করবে।

শাওমির জন্য কড়া প্রতিযোগিতা, স‍্যামসাং আনতে চলেছে অত্যন্ত সস্তা ফোন গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ20 ও গ‍্যালাক্সি এ30

দাম সম্পর্কে তিনি বলেছেন গ‍্যালাক্সি এস10ই এর প্রাথমিক দাম 50,000 টাকার কাছাকাছি হবে। গ‍্যালাক্সি এস10 ফোনটি কোম্পানি 65,000 টাকা বাজেটে লঞ্চ করতে পারে। এর মধ্যে সবচেয়ে দামি হবে গ‍্যালাক্সি এস10 প্লাস যার প্রাথমিক দাম 75,000 টাকার কাছাকাছি হবে। তিনি আরও বলেছেন এই সিরিজের কোনো ফোনের দাম‌ই 1 লক্ষ টাকার বেশি হবে না।

তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। তবে এটা জানা ছিল যে কোম্পানি গ্লোবাল লঞ্চের সঙ্গেই ভারতে লঞ্চের কথা ঘোষণা করে দেবে।

এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ

এখনও পর্যন্ত স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই তে 5.8 ইঞ্চির সুপার এমোলেড স্ক্রিন থাকবে। কোম্পানি এটি 1440 × 2960 পিক্সেল রেদলিউশনের সঙ্গে পেশ করতে পারে যা 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত হতে পারে। ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 6 কোটেড হতে পারে। ফোনটি 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সনস 9820 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে এবং এতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিও দেওয়া হতে পারে।

গ‍্যালাক্সি এস10 এর স্ক্রিন এর থেকে একটু বড় হতে পারে। এতে 6.1 ইঞ্চির 1440 × 2960 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দেখা যেতে পারে যা এইচডিআর 10 সাপোর্ট করবে। এই ফোনটি গোরিলা গ্লাস 10 প্রোটেক্টেড হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিও 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সনস 9820 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে এবং এই ফোনটির 6 জিবি র‍্যাম ছাড়াও 8 জিবি র‍্যামের‌ও একটি মডেল থাকতে পারে। দুটি ভেরিয়েন্টেই 128 জিবি মেমরি থাকবে।

শাওমি দিচ্ছে তাদের ফোনে 4,000 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে অফার

এই সিরিজের সবচেয়ে দামি মডেল গ‍্যালাক্সি এস10 প্লাস হবে। এই ফোনটি 6.4 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে লঞ্চ হবে যা 1440 × 2960 পিক্সেল রেজলিউশনের সুপার এমোলেড ডিসপ্লেসহ লঞ্চ করা হতে পারে। এতে গোরিলা গ্লাস 6 প্রোটেকশনের সঙ্গে এইচডিআর 10 সাপোর্ট দেখা যেতে পারে। তথ্য অনুযায়ী এর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 1 টিবি মেমরি দেওয়া হতে পারে। এর সঙ্গে 512 জিবি এক্সটার্নাল মেমরিও সাপোর্ট করবে। ভারতে ফোনটি এক্সনস 9820 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে ইউএসসহ অন‍্যান‍্য কিছু দেশে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here