বিএস‌এন‌এল কমিয়ে দিল 99 টাকার প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি, জেনে নিন কারণ

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) দীর্ঘদিন ধরে তাদের নতুন ও পুরোনো প্ল‍্যানে বেশি বেনিফিট দিয়ে জিও, ভোডাফোন ও এয়ারটেলের মতো কোম্পানিগুলিকে চাপের মুখে ফেলে দিয়েছে। কিন্তু কোম্পানির এবারের পদক্ষেপে প্রিপেইড গ্ৰাহকদের ঝটকা লাগতে পারে। কোম্পানি তাদের 99 টাকার প্রিপেইড প্ল‍্যানে কিছু পরিবর্তন করেছে যা গ্ৰাহকদের পছন্দ হ‌ওয়ার সম্ভাবনা খুবই কম।

এখন ভারতে তৈরি হবে আইফোন এক্স‌এস ও আইফোন এক্স‌আরের মতো অ্যাপেল ফোন, দাম কমে যাবে অনেকটাই

টেলিকমটকের রিপোর্ট অনুযায়ী বিএস‌এন‌এল এই রিচার্জ প‍্যাকের ভ‍্যালিডিটি কমিয়ে 24 দিন করে দিয়েছে। কিছু দিন আগে কোম্পানি 99 টাকার প্রিপেইড প্ল‍্যান 26 দিন ভ‍্যালিডিটির সঙ্গে পেশ করে। রিপোর্ট থেকে আরও জানা গেছে বিএস‌এন‌এল প্রিপেইড ও পোস্টপেইড ইউজারদের সিম রিপ্লেসমেন্টের খরচাও বাড়াতে পারে। এই খরচা বাড়ানোর পর ইউজারদের 100 টাকা দিতে হবে। এছাড়া কিছু দিন আগে বিএস‌এন‌এল বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল‍্যান‌ও পেশ করে।

বিএস‌এন‌এলের পক্ষ থেকে এই প্ল‍্যানটি প্রিপেইড গ্ৰাহকদের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়ার জন্য পেশ করা হয়েছিল। এই পরিবর্তনের পর প্রিপেইড ইউজাররা (দিল্লি ও মুম্বাই সার্কেল বাদে) আনলিমিটেড ভয়েস কল মাত্র 24 দিনের জন্য উপভোগ করতে পারবেন। তবে এই প‍্যাকের পার্সোনালাইজড রিং ব‍্যাক টোনের অ্যাকসেস আগের মতোই ফ্রি থাকবে।

লঞ্চ হল বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে কোনো ছেদ বা কোনো বাটন নেই, জেনে নিন কিভাবে কাজ করবে এই ফোন

99 টাকার প্ল‍্যানের সঙ্গে কোম্পানি 319 টাকার‌ও একটি প্ল‍্যান পেশ করেছিল, যার ভ‍্যালিডিটি 90 দিন। অফিসিয়াল লিস্টিঙে অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা সার্কেলে বিএস‌এন‌এলের 99 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 24 দিন দেখাচ্ছে।

কিছু দিন আগে বিএস‌এন‌এল ভারত ফাইবার সার্ভিসের সূচনা করে। এই সার্ভিসের মাধ্যমে বিএস‌এন‌এল বর্তমান টেলিকম জগতের সর্বেসর্বা রিলায়েন্স জিওর গিগাফাইবার সার্ভিসকে টক্কর দিতে চলেছে। এখনও পর্যন্ত জিওর গিগাফাইবার পেশ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী নতুন হাই স্পীড ফাইবার টু দি হোম (এফটিটিএইচ) সার্ভিসের দরুণ বিএস‌এন‌এল ইউজারদের প্রতিদিন 35 জিবি ইন্টারনেট ডেটা দেবে, তাও মাত্র 1.1 টাকা প্রতি জিবি দরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here