12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, এতে আছে 5000mAh ব্যাটারি এবং 12GB RAM এর ক্ষমতা

আজ ভারতে রিয়েলমি তাদের নতুন 5জি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি তাদের ‘নারজো’ সিরিজের পরিধি বাড়িয়ে ভারতের বাজারে realme narzo 60x 5G লঞ্চ করেছে। এই ফোনে 50MP Camera, 5000mAh Battery এবং ভার্চুয়াল RAM সহ 12GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Moto G54 5G, দাম মাত্র 18999 টাকা

realme narzo 60x 5G এর দাম

ভারতে লেটেস্ট realme narzo 60x 5G ফোনটি দুটি স্তপ্রেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 12,999 টাকা। অন্যদিকে ফোনটির টপ মডেল 14,499 টাকা দামে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে realme narzo 60x 5G ফোনটি Stellar Green এবং Nebula Purple কালার অপশনে সেল করা হবে।

realme narzo 60x 5G এর স্পেসিফিকেশন

  • 6.72″ 120Hz Display
  • 12GB RAM (6GB+6GB)
  • MediaTek Dimensity 6100+
  • 50MP Dual Rear Camera
  • 33W 5,000mAh Battery

স্ক্রিন: realme narzo 60x 5G তে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর রয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ যোগ করা হয়েছে।

RAM-মেমরি: narzo 60x 5G ফোনে ডায়নামিক RAM তাকনলজি রয়েছে। এর সাহায্যে ফোনের 6GB ফিজিক্যাল RAM বাড়িয়ে 12GB RAM করা যায়। এই ফোনে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য realme narzo 60x 5G ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

ওএস: realme narzo 60x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি রিয়েলমি ইউআই 4.0 এর আঙ্গে কাজ করে।

অন্যান্য: এতে 9 5G Bands রয়েছে। এই ফোনটি 5GHz Wi-Fi এবং Bluetooth 5.2 ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here