6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Moto G54 5G, দাম মাত্র 18999 টাকা

Highlights

  • moto g54 5G তে 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে।
  • এই ফোনটি মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রীন কালারে পেশ করা হয়েছে।
  • শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

মোটোরোলা ভারতে একটি নতুন 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনটি moto g54 5G নামে পেশ করা হয়েছে। 20,000 টাকার চেয়েও কম দামের এই ফোনে 12GB RAM, 256GB স্টোরেজ, 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং 6.5 ইঞ্চির ডিসপ্লের মতো ফিচার রয়েছে। এই পোস্টে moto g54 5G ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: পেশ হল Nokia G42 5G, রয়েছে 50MP ক্যামেরা এবং 11GB পর্যন্ত RAM-এর শক্তি

moto g54 5G এর দাম এবং সেল

  • নতুন moto g54 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
  • ফোনটির 8GB RAM + 128GB ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে।
  • ফিনের টপ মডেল 18,999 টাকা দামে 8GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
  • আগামী 13 সেপ্টেম্বর থেকে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে লঞ্চ অফারও পাওয়া যাচ্ছে। অফার অনুযায়ী আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এছাড়াও অ্যাডিশনাল 1,500 টাকা এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
  • এই ফোনটি মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রীন কালারে সেল করা হবে।

moto g54 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: moto g54 5G ফোনটিতে 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি+ 2400 x 1080 পিক্সেল রেজলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর রয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে। এর সঙ্গে ভিএক্সএম-8-256 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটিতে 8GB ও 12GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল অটো ফোকাস ম্যাক্রো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএস, IP52 রেটিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • ওজন এবং ডায়মেনশন: moto g54 5G ফোনের ডায়মেনশন 161.56 x 73.82 x 8.89mm এবং ওজন 192 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here