মাত্র 11,999 টাকায় Lava Blaze 5G স্মার্টফোনে পাবেন 9GB RAM এর ক্ষমতাসহ একাধিক দুর্দান্ত ফিচার, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Lava Blaze 5G স্মার্টফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে।
  • Lava Blaze 5G ফোনটি ভারতের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন।
  • এই ফোনটি ভার্চুয়াল RAM টেকনোলজি সহ 9GB RAM সাপোর্ট করে।

ভারতীয় মোবাইল ব্র্যান্ড LAVA গত বছর 2022 সালের নভেম্বরে Lava Blaze 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এটি ছিল দেশের সবচেয়ে লো বাজেট 5G ফোন যার দাম 9,999 টাকা। এই ফোনে 4GB র‍্যাম এবং 128GB স্টোরেজ পাওয়া যায়। এবার কোম্পানি তাদের ফোনটিকে আজকে আরও উন্নত করে ভারতীয় মার্কেটে 6GB RAM সহ LAVA Blaze 5G মডেলটি লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: TikTok থেকে বরখাস্ত হল সমস্ত ভারতীয় কর্মচারীরা, এভাবেই কি প্রতিশোধ নিল চীন?

Lava Blaze 5G স্মার্টফোনের দাম

  • 4GB RAM + 128GB স্টোরেজ = 10,999 টাকা
  • 6GB RAM + 128GB স্টোরেজ = 11,999 টাকা

Lava Blaze 5G ফোনের নতুন মেমরি ভেরিয়েন্টটি 6GB র‌্যাম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 11,999 টাকা রাখা হয়েছে। তবে প্রথম কিছুদিন অফার প্রাইসে এই ফোনটি মাত্র 11,499 টাকায় কেনা যাবে। এই মডেলটি 6GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করে। আগের Lava Blaze 5G ফোনের বেস ভেরিয়েন্টটিতে 4GB র‌্যাম মেমরি সহ 128GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 10,999 টাকা। এই ফোনটি Glass Green এবং Glass Blue কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।

Lava Blaze 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ 90Hz ডিসপ্লে
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • MediaTek Dimensity 700 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Lava Blaze 5G স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন IPS প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Lava Blaze 5G স্মার্টফোনের ডিসপ্লে Widevine L1 সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে, যার ফলে অনলাইন ভিডিও স্ট্রিম করার সময়ও HD মানের ভিজ্যুয়াল আউটপুট পাওয়া যাবে। আরও পড়ুন: সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

Lava Blaze 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 বেসড ফোন। এই ফোনটি 7-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 700 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে, যা 2.2GHz ক্লক স্পিডে কাজ করে। এই স্মার্টফোনটি 3GB ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করে। এই টেকনোলজির কারণে Blaze 5G স্মার্টফোনে 9 GB RAM এর সাপোর্ট দেখা যায়। এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Lava Blaze 5G স্মার্টফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই স্মার্টফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here