সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

ISRO অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মাঝে মাঝেই এমন কাজ করে, যা ভারতীয়দের গর্বিত করে তোলে। 10 ফেব্রুয়ারি, 2023 ও সেরকমই একটি দিন, যেদিন ISRO সফলভাবে তাদের ক্ষুদ্রতম রকেট লঞ্চ করেছে। মহাকাশ সংস্থা SSLV-D2 উড্ডয়নের সাথে সাথেই এটি সারা বিশ্বে তার দক্ষতা প্রমাণ করেছে। এই লঞ্চটি প্রমাণ করেছে যে এখন আমাদের ISRO-এর মহাকাশ অভিযান আগের থেকে সস্তা হয়ে যাবে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO 10 ফেব্রুয়ারি সকাল 9.30 টায় সফলভাবে তাদের সবচেয়ে ছোট রকেট SSLV-D2 (Small Satellite Launch Vehicle) লঞ্চ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে। SSLV-D2 হল আমাদের মহাকাশ সংস্থার দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ছোট রকেট, যেটা গত বছর অগাস্টেও লঞ্চ করার চেষ্টা করা হয়েছিল।

মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়েছে

SSLV-D2 মহাকাশে 3টি স্যাটেলাইট সহ পাঠানো হয়েছে। ISRO এর এই রকেটের সঙ্গে আমেরিকান কোম্পানি ANTARIS-এর Janus-1 স্যাটেলাইট পাঠানো হয়েছে। এর সাথে চেন্নাইয়ের স্পেস স্টার্টআপ SpaceKidz-এর স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ISRO Satellite EOS-07 ও SSLV-D2-এর সাথে মহাকাশে পাড়ি দিয়েছে। এর মধ্যে earth observation স্যাটেলাইট EOS-07 সবথেকে ভারী, যার ওজন 156.3 কিলোগ্রাম। আরও পড়ুন: 30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

এই তিনটি কৃত্রিম উপগ্রহের মধ্যে আমেরিকা Janus-1 এর ওজন 10.2 কেজি এবং AzaadiSAT-2 এর ওজন 8.7 কিলোগ্রাম বলে জানা গেছে। এই তিনটি উপগ্রহ পৃথিবী থেকে 450 কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। AzaadiSAT-2 SpaceKidz বিজ্ঞানীদের নেতৃত্বে গ্রামীণ এলাকার 750 জন মেয়ে মিলে নির্মাণ করেছে।

SSLV এর ফিচার

ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ SSLV এর ওজন 120 টন। এই রকেটের দৈর্ঘ্য 34 মিটার এবং এর ব্যাস 2 মিটার। এই ছোট রকেট মহাকাশে 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে স্যাটেলাইট স্থাপন করতে পারে। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Vivo Y100 স্মার্টফোনের ডিজাইন এবং ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত

আপনারা জানলে অবাক হবেন যে ISRO-এর SSLV মাত্র 72 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে গেছে। এই রকেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 30 কোটি টাকা। PSLV এর সাথে তুলনা করলে এটি তৈরি করতে খরচ হয় প্রায় 130 থেকে 200 কোটি টাকা। বর্তমানে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV লঞ্চ করা হয়েছে, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলনাড়ুর কুলাশেখরপত্তনমে একটি নতুন স্পেস পোর্ট স্মল স্যাটেলাইট লঞ্চ কমপ্লেক্স (SSLC) তৈরি করা হচ্ছে এবং পরবর্তী সময় সেখান থেকেই SSLV লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here