পেট্রোল-ডিজেলের দাম আজ কত ? প্রতিদিন এরকম অনেক প্রশ্ন গাড়ি চালকদের মনে ঘুরপাক খায়। প্রতিদিন যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে মানুষ ইলেকট্রিক গাড়ির প্রতি আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে। যারা দামি গাড়ি কিনতে পারেন তারা ইলেকট্রিক গাড়ি নিচ্ছেন এবং যারা টু হুইলার চালান তারা ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক স্কুটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এগুলিকে ব্যাটারি স্কুটারও বলা হয় যা ইলেকট্রিক এর মাধ্যমে চার্জ করা হয় এবং এতে পেট্রোল লাগে না। দেশে অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার থাকলেও যারা 40 হাজার বাজেটে ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি Hero Electric Flash সম্পর্কে বিশেষ কিছু তথ্য। এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতে 40,000 টাকার কম দামে কেনা যাবে। এই পোস্টে আমি Hero-এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছি যা ভারতের সবচেয়ে লো বাজেট ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি।
Hero Electric Flash
Hero Electric Scooter এর দাম
এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে সেল হওয়া লো বাজেট ই-স্কুটারগুলির মধ্যে একটি। এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি মডেলটি 48,000 দামে কেনা যাবে। একইভাবে, এই স্কুটারের লিড-অ্যাসিড ব্যাটারি মডেলের দাম 37,000 টাকার কাছাকাছি। এই ইলেকট্রিক স্কুটারটির দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। আপনার রাজ্যে হিরো ইলেকট্রিক স্কুটারের দাম কত, সেটা আপনি এই লিঙ্ক এ ক্লিক করে জানতে পারবেন।
Hero Electric Scooter এর ব্যাটারি
Hero Electric Flash কে দুটি ব্যাটারি মডেলে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি মডেলে Lead Acid Battery, এবং অন্য মডেলটিতে Lithium-Ion Battery দেওয়া হয়েছে। এই স্কুটির LA ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় নেয় এবং অন্যদিকে Li ব্যাটারি মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
Hero Electric Scooter এর স্পিড
Hero Electric Flash LA মডেলটি সিঙ্গেল চার্জে 50KM দূরত্ব অতিক্রম করতে পারে, অন্যদিকে Li মডেলটি একটি মাত্র চার্জে 85 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।এই ইলেকট্রিক স্কুটি টি যেমন স্থানীয় এলাকায় ব্যবহার করা যাবে তেমন এই স্কুটিতে করে অন্য শহর-গ্রামেও যাওয়া যাবে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী মডেল নির্বাচন করতে পারেন।
Hero Electric Scooter এর মোটর পাওয়ার
Hero Electric Flash LA তথা Hero Electric Flash Li Scooter স্কুটারে কোম্পানি 250W পাওয়ার মোটর সহ মার্কেটে লঞ্চ করেছে। এই মোটরটি যে শুধুমাত্র নিজের উপর 100 কেজির বেশি লোড বহন করতে পারে, তাই নয়, পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটি 25 কিমি প্রতি ঘন্টার টপ স্পিডেও চলতে পারে।
Hero Electric Flash Scooter এর ফিচার
হিরো ইলেকট্রিকের এই ব্যাটারি চালিত স্কুটারটিতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। স্কুটির বডিটি স্ক্র্যাচ এবং ডেন্ট থেকে রক্ষা করার জন্য এতে ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেকের মতো এডভান্স ফিচার রয়েছে এবং এটিকে একটি বোতাম টিপেই স্টার্ট করা যেতে পারে। হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ স্কুটিটি নিকটতম শোরুমের পাশাপাশি অনেক ডিলার দ্বারা অনলাইন মোডেও সেল করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন