রেডমির সবচেয়ে সস্তা 5G ফোন কোনটি? জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে বর্তমানে রেডমি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5G ফোনটি হল রেডমি 13সি 5জি (Redmi 13C 5G)। আমাজনে এখন এই ফোনটির দাম মাত্র 11,000 টাকার চেয়েও কম। এই ফোনে SA/NSA মোডে n1, n3, n5, n8, n28, n40 এবং n78 5জি ব্যান্ড সাপোর্ট রয়েছে এবং NSA মোডে n1, n3, n40, n78 এবং n8 ব্যান্ড সাপোর্ট করে। র সঙ্গেই এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর, 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 50MP এআই ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।

Redmi 13C 5G এর দাম

ভারতে কোম্পানির Redmi 13C 5G ফোনটির দাম শুরু হয় মাত্র 10,890 টাকা থেকে। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনটির দাম নিচে জানানো হল-

প্ল্যাটফর্ম দাম
রেডমি স্টোর 10,999 টাকা (4GB+128GB)
12,499 টাকা (6GB+128GB)
14,499 টাকা (8GB+256GB)
আমাজন 10,999 টাকা (4GB+128GB)
12,499 টাকা (6GB+128GB)
14,499 টাকা (8GB+256GB)
ফ্লিপকার্ট 10,890 টাকা (4GB+128GB)
11,865 টাকা (6GB+128GB)
13,828 টাকা (8GB+256GB)

 

কোথা থেকে কিনবেন Redmi 13C 5G?

Redmi 13C 5G ফোনটি অনলাইনে Redmi স্টোর, Flipkart এবং Amazon থেকে কিনতে পারেন। Redmi স্টোর ওয়েবসাইট থেকে ICICI এবং HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোনটি কিনলে এখন 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart এবং Amazon থেকেও ব্যাঙ্ক অফার উপভোগ করা যাবে। এই ফোনটি Startrail Silver, Startrail Green এবং Starlight black কালারে সেল করা হয়।

Redmi 13C 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে – Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TÜV flicker-free certification এবং low blue light certification রয়েছে।
  • প্রসেসর – এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • স্টোরেজ – ভারতে Redmi 13C 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেশ মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় মডেলে 6GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের RAM বাড়ানোর জন্য এতে virtual RAM ফিচার রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করা যায়।
  • ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি বক্সে ইউজাররা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাবেন।
  • কানেক্টিভিটি – এই ফোনে Dual SIM ও 7 5জি ব্যান্ড সহ ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে।
  • অন্যান্য – Redmi 13C 5G ফোনটি স্টার ট্রায়াল ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর থিকনেস মাত্র 8.19 মিমি। জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য এতে আইপি রেটিং যোগ করা হয়েছে। এর পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

কেন কিনবেন Redmi 13C 5G?

  • Redmi 13C 5G ফোনে সলিড বিল্ড কোয়ালিটি রয়েছে এবং ফোনটির ব্যাক প্যানেলে সুন্দর গ্লাসের মতো স্মুথ ফিনিশ দেওয়া হয়েছে।
  • বাজেট রেঞ্জের 5জি ফোন Redmi 13C 5G ফোনে 790Mbps স্পীডে 5G ডেটা উপভোগ করা যায়।
  • Redmi 13C 5G ফোনে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

Redmi 13C 5G ফোনের খামতি

  • Redmi 13C 5G ফোনটির ক্যামেরা পারফরমেন্স অত্যন্ত অ্যাভারেজ ধরনের, বিশেষ করে কম আলতে।
  • Redmi 13C 5G ফোনের বক্সে 10W চার্জার দেওয়া হয়, এর মাধ্যমে ফোনটি ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।
  • Redmi 13C ফোনে অনেকগুলি প্রি ইনস্টল অ্যাপ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here