12 জিবি র‍্যামের সঙ্গে চলে এল OnePlus 8 Pro, লিস্টেড হল ভারতীয় ওয়েবসাইটে

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত OnePlus তাদের আগামী স্মার্টফোন সিরিজ OnePlus 8 এর জন্য দীর্ঘদিন ধরে টেক জগতের সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। শোনা যাচ্ছে কোম্পানি তাদের OnePlus 8 সিরিজে এবার OnePlus 8, OnePlus 8 Pro এবং OnePlus 8 Lite স্মার্টফোন লঞ্চ করবে। কয়েক দিন আগে এই সিরিজের একটি ফোন ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড অর্থাৎ BIS এ লিস্টেড হয়েছিল, যার ফলে বোঝা যাচ্ছে গ্লোবাল মঞ্চে OnePlus 8 লঞ্চের সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেটেও লঞ্চ হবে। এবার এই সিরিজের অন‍্যতম স্মার্টফোন OnePlus 8 Pro স্পেসিফিকেশনসহ চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে।

আরও পড়ুন: 16 জিবি র‍্যাম, 108 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra 5G

গীকবেঞ্চে OnePlus 8 Pro ফোনটি ‘GALILEI IN2023’ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গত 10 জানুয়ারি এই লিস্টিং করা হয় এবং এতে OnePlus 8 Pro এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী OnePlus 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। মনে করা হচ্ছে ফোনটি মার্কেটে অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোম্পানির ইউজার ইন্টারফেস অক্সিজেন ওএসসহ পেশ করা হবে। গীকবেঞ্চে OnePlus 8 Pro তে ব‍্যবহৃত চিপসেটের কোডনেম ‘Kona’ বলা হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি এটি কোয়ালকমের চিপসেট যা স্ন‍্যাপড্রাগন 865 নামে মার্কেটে আসবে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি পেশ করা হয়নি, তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে এই চিপসেটটি স্ন‍্যাপড্রাগন 855 এর থেকেও অ্যাডভান্স হবে এবং লঞ্চের পর কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট হবে। OnePlus 8 Pro তে 12 জিবি র‍্যাম দেওয়া হবে বলে গীকবেঞ্চ থেকে জানা গেছে। এই ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 4296 পয়েন্ট এবং মাল্টি কোরে 12531 পয়েন্ট পেয়েছে। সবচেয়ে বড় কথা এই স্কোরটি এখনও পর্যন্ত পাওয়া OnePlus এর যে কোনো স্মার্টফোনের চেয়ে যথেষ্ট বেশি।

আরও পড়ুন: Exclusive : 21 জানুয়ারি থেকে শুরু হবে Samsung Galaxy Note 10 Lite এর প্রিবুকিং, ফেব্রুয়ারিতে সেল

OnePlus 8 Pro

এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও লিক অনুযায়ী OnePlus 8 Pro ফোনটি 6.65 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। কোম্পানি তাদের এই ফোনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে বাজারে আনবে। ফোটোগ্ৰাফির জন্য OnePlus 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যা 3ডি টিওএফ সেন্সরযুক্ত হবে। কোম্পানির OnePlus 8 সিরিজ 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে।

এছাড়া এই সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মধ্যে OnePlus 8 Lite ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা ফোন হবে এবং এটি মিডিয়াটেকের Dimensity 1000 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এক‌ইভাবে OnePlus 8 এবং OnePlus 8 Lite ফোনদুটিতে 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে যা 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনগুলিতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে এবং এগুলি ওয়ারলেস চার্জিঙ‌ও সাপোর্ট করবে। এই দুটি মডেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। কোম্পানি তাদের এই শক্তিশালী স্মার্টফোন সিরিজ এই বছরের দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুনের মাঝে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here