গোটা বিশ্বে চিন এমন এক দেশ যারা প্রতিদিনই কোনো না কোনো নতুন আবিস্কার করে চলেছে এবং এইসব আবিস্কারের মাধ্যমে এমন কিছু নতুন টেকনোলজি সামনে আসে যা দেখে সবাই অবাক হতে বাধ্য। এবার এমনই এক আবিস্কারের কথা প্রকাশ্যে এসেছে যেখানে এক চিনা ছাত্র এমন এক কোট আবিস্কার করেছে যা পড়ে অদৃশ্য হওয়া যায়। সেই ছাত্রের বক্তব্য অনুযায়ী এই কোট পড়ে Mr. India মুভির মতোই অদৃশ্য হওয়া সম্ভব। এই কোট মানুষের চোখের বদলে সিকিউরিটি ক্যামেরা থেকে ইউজারকে হাইড করে রাখবে। কিন্তু চিনের সরকার এই টেকনোলজি ব্যানড করার বিষয়ে চিন্তা ভাবনা করছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা
কি রাখা হয়েছে এই কোটের নাম?
চিনা ছাত্রের তৈরি এই টেকনোলজির নাম রাখা হয়েছে ইনভিসডিফেন্স (InvisDefense)। এই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI বেসড মনিটর সিকিউরিটি ক্যামেরা থেকে মানুষের শরীর সম্পূর্ণভাবে হাইড করে দেয়। এই কারণেই এই আবিস্কার চিন সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
জানিয়ে রাখি চিন তাদের দেশের প্রত্যেক মানুষের ওপর চব্বিশ ঘণ্টা ঞ্জ্র রাখে এবং এই কাজ করে তাদের সিকিউরিটি ক্যামেরার মাধ্যমেই। দেশের নাগরিকরা কোথায় যাচ্ছে, কি করছে সব কিছুই এই ক্যামেরায় রেকর্ড করা হয়। এর থেকে বাঁচার জন্যই সেই ছাত্র এই টেকনোলজি তৈরি করেছে। আরও পড়ুন: মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এসে গেল Vivo S16 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি এবং 64MP রেয়ার ক্যামেরা
কোট ব্যানড করবে চিন সরকার?
চিনের অন্যতম সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী চিন সরকার খুব তাড়াতাড়ি এই টেকনোলজি ব্যানড করতে পারে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন