মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এসে গেল Vivo S16 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি এবং 64MP রেয়ার ক্যামেরা

ভিভো আজ টেক মঞ্চে তাদের অস্তিত্ব আরও জোরদার করে ‘এস’ সিরিজের নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে Vivo S16, Vivo S16 Pro এবং Vivo S16e নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। শক্তিশালী ফিচার যুক্ত এই তিনটি ফোন আপাতত শুধু চিনের মার্কেটে সেল করা হবে। এই পোস্টে এই সিরিজের বেস মডেল অর্থাৎ Vivo S16 5G এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Jio-এর 222 টাকা দামের প্ল্যানের চেয়ে 24 টাকা সস্তায় পাওয়া যায় BSNL-এর এই প্ল্যান, বেনিফিট আরও বেশি

Vivo S16 এর স্পেসিফিকেশন

  • 6.78 FHD AMOLED ডিসপ্লে
  • 12GB RAM + 512GB storage
  • Qualcomm Snapdragon 870 চিপসেট
  • 64MP Triple Rear Camera
  • 50MP Selfie Camera
  • 66W 4,600mAh battery

Vivo S16 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে HDR10+ এর মতো উল্লেখযোগ্য ফিচার সাপোর্ট করে।

Vivo S16 5G ফোনটি Android 12 বেসড অরিজিন ওএস 3 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই লেটেস্ট স্মার্টফোন 3.2 ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 870 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 650 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটিটে LPDDR4X RAM এবং UFS 3.1 storage রয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারিযুক্ত এই ফোনের দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

ফটোগ্রাফির জন্য Vivo S16 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.9 অ্যাপার্চার যুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চার যুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে Dual LED Flash এর সঙ্গে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo S16 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G SA/NSA এবং Dual 4G VoLTE উভয় নেটওয়ার্কে কাজ করে। 3.5 এমএম জ্যাক এবং এনএফসি সহ এই ফোনে প্রয়োজনীয় বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটারের ঝলক, ভারতে রাজত্ব করবে এই ই-স্কুটার  

Vivo S16 এর দাম

চিনে Vivo S16 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর মধ্যে দুটি ভেরিয়েন্টে 8GB RAM রয়েছে এবং অপর দুটি ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হয়েছে। এই ফোনটি মার্কেটে Black, Green এবং Gradient কালারে সেল করা হবে এবং এই ফোনটির দাম নিচে দেওয়া হল।

vivo S16-এর (8GB RAM + 128GB Storage): 2499 yuan (প্রায় 29,500 টাকা)
vivo S16-এর (8GB RAM + 256GB Storage): 2699 yuan (প্রায় 32,000 টাকা)
vivo S16-এর (12GB RAM + 256GB Storage): 2999 yuan (প্রায় 35,500 টাকা)
vivo S16-এর (12GB RAM + 512GB Storage): 3299 yuan (প্রায় 39,000 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here