শুরু হল 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 8GB RAM সহ সস্তা ফোনের সেল, দাম 20 হাজার টাকার চেয়েও কম

কিছু দিন আগেই CMF ব্র্যান্ডের প্রথম ‘Pro’ স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ হয়েছিল। আজ অর্থাৎ 5 মে থেকে ভারতের বাজারে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি আগের CMF Phone 1 ফোনের আপগ্রেডেড ভার্সন এবং এতে আগের চেয়েও অ্যাডভান্স ক্যামেরা, ডিসপ্লে ও সফটওয়্যার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

CMF Phone 2 Pro ফোনের দাম এবং অফার

  • CMF Phone 2 Pro ফোনটি Flipkart, Croma, Vijay Sales এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা (8GB+128GB) রাখা হয়েছে।
  • লঞ্চ অফারে ফোনটি কেনার সময় ইউজাররা HDFC, ICICI, SBI বা Axis ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যাবহার করে নন-EMI পেমেন্ট করলে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 17,999 টাকা।
  • এছাড়াও 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং নো কস্ট EMI এর সুবিধা রয়েছে।
ভেরিয়েন্ট দাম
8GB + 128GB 18,999 টাকা
8GB + 256GB 20,999 টাকা

 

  • এই ফোনটি White, Light Green, Black এবং Orange কালার অপশনে সেল করা হবে।
  • ইউজাররা চাইলে ইউনিভার্সাল কভার, ইন্টারচেঞ্জেবল লেন্স (শুধুমাত্র ইউনিভার্সাল কভারের সঙ্গে কাজ করে), লিনিয়ার্ড, ওয়ালেট এবং স্ট্যান্ড কিনতে পারেন।

CMF Phone 2 Pro ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: CMF Phone 2 Pro ফোনে 6.77 ইঞ্চির Full HD+ ফ্লেক্সিবল এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 3000nits ব্রাইটনেস, HDR10+ সার্টিফিকেশন, 10-বিট কালার ডেপ্থ এবং 2160Hz PWM ডিমিং যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে Panda Glass প্রোটেকশন রয়েছে।
  • পারফরমেন্স: CMF Phone 2 Pro ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রো প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করে। স্মুথ পারফরমেন্সের জন্য এতে Nothing OS 3.2 সহ Android 15 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য CMF Phone 2 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP (f/1.88 অ্যাপার্চার, EIS, PDAF) প্রাইমারি সেন্সর, 50MP টেলিস্কোপ লেন্স (f/1.85 অ্যাপার্চার, 2x অপটিক্যাল জুম এবং 20x ডিজিটাল জুম) এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (119.5° FOV) দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP (f/2.45 অ্যাপার্চার) ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের ক্যামেরা 30FPS রেটে 4K এবং 30/60FPS রেটে 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়াও এই ফোনের ক্যামেরা EIS স্টেবিলাইজেশন, Ultra XDR, Portrait Optimiser এবং Night Mode ফিচার সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য CMF Phone 2 Pro ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। এছাড়া এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচারও দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 12 ঘণ্টা 38 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং টেস্টে এই ফোনটি 20 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে 59 মিনিট সময় লাগে।
  • অন্যান্য ফিচার: CMF Phone 2 Pro ফোনে জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটি এবং ফোন আনলকের জন্য এই ফোনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে 150% আলট্রা ভলিউম স্পীকার এবং দুটি হাই ডেফিনেশন মাইক্রোফোন রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল মোড 5G (NSA এবং SA) এবং মাল্টিপল 5G ব্যান্ড দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.3 অপশনও যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here