ইন্ডিয়ান স্মার্টফোন বাজারে হল ইতিহাসের সবচেয়ে বড় ব‍্যাবসা, শাওমি আবার হল দেশের এক নাম্বার ব্র‍্যান্ড

ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় মোবাইল বাজার। জুন মাসেই ভারতীয় বাজার 400 মিলিয়ন স্মার্টফোন ইউজারের সংখ্যা পার করেছে। এখন আবার ঈদ ও দীপাবলি উপলক্ষে দেশের টেলিকম মার্কেট উপচে উঠেছে। প্রসিদ্ধ রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট ইন্ডিয়ান মোবাইল মার্কেট সম্পর্কে একটি নতুন রিপোর্ট পেশ করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে গত তিনমাসে ভারতের স্মার্টফোন বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ব‍্যাবসা করা হয়েছে।

কাউন্টারপয়েন্টের এক উচ্চপদস্থ আধিকারিক এই নতুন রিপোর্ট শেয়ার করেছে যেখানে এবছর অর্থাৎ 2018 এর তৃতীয় তিনমাসের হিসাব দেখানো হয়েছে। এই রিপোর্টে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান মোবাইল বাজারে হ‌ওয়া স্মার্টফোনের ব‍্যাবসার কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী 2018 এর তৃতীয় তিনমাসে দেশের স্মার্টফোন বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব‍্যাবসা হয়েছে। এমন প্রথমবার হয়েছে যে কোনো কোয়ার্টার অর্থাৎ তিনমাসের পার্থক‍্যে এত বেশি সংখ্যক ফোন বিক্রি হয়েছে।

স্মার্টফোন ব্র‍্যান্ডের কথা বললে বছরের তৃতীয় তিনমাসে শাওমি সবচেয়ে বেশি সংখ্যক ফোন বিক্রি করে নাম্বার ওয়ান পজিশন দখল করেছে। রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান স্মার্টফোন বাজারে হ‌ওয়া মোট সেলের মধ্যে শাওমি একাই 27 শতাংশ জুড়ে রয়েছে। গত বছরের তৃতীয় তিনমাসে শাওমি 22 শতাংশ দখল করে ছিল সেখান থেকে একবারে 5 শতাংশ বাড়তে দেখা গেছে। এই লিস্টে স‍্যামসাং 23 শতাংশ দখল করে দ্বিতীয় স্থান পেয়েছে।

কাউন্টারপয়েন্টের এই রিপোর্টে 10শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ভিভো তৃতীয় স্থান পেয়েছে। পর্যায়ক্রমে 9 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে মাইক্রোম‍্যাক্স চতুর্থ ও 8 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ওপ্পো পঞ্চম স্থান পেয়েছে। প্রসঙ্গত এই লিস্টের অন্তর্ভুক্ত 5টি ব্র‍্যান্ডের মধ্যে টপ 4 স্মার্টফোন ব্র‍্যান্ড হল এমন যা প্রথমবার কোনো কোয়ার্টারে এত বড় অঙ্কের মার্কেট শেয়ার পেয়েছে। অর্থাৎ শাওমি, স‍্যামসাং, মাইক্রোম‍্যাক্স ও ভিভো প্রথম বার একটি কোয়ার্টারে এত ফোন বিক্রি করল।

দেশের স্মার্টফোন বাজারে আসা এই বিপুল জোয়ার ও রেকর্ড পরিমাণ সেলৈর প্রধান কারণ উৎসবের মরশুমে দেশের বিভিন্ন শপিং সাইট দ্বারা আয়োজিত সেলগুলিকে মনে করা হচ্ছে। ফ্লিপকার্ট ও আমাজনের শপিং ফেস্টিভ্যাল থেকে পাওয়া অফারের দৌলতে স্মার্টফোনের চাহিদা ও সেল উভয় বেড়ে গেছে। শাওমির প্রথম স্থান পাওয়ার জন্য কোম্পানির লেটেস্ট রেডমি 6 সিরিজকে দায়ী করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here