4,500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 6000mAh Battery এবং 50MP Camera সহ Samsung 5G Phone, জেনে নিন বিস্তারিত

ভারতে 5G Phones এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। যারা এখন নতুন স্মার্টফোন কিঞ্ছে তাদের এক্তাই প্রশ্ন, ফোনে 5জি চলবে তো? কম দামে ভালো স্পেসিফিকেশন সহ 5জি ফোন পেলে কেউই ছাড়তে রাজি নয়। এমনই একটি খবর নিয়ে এসেছি এই পোস্টে। Samsung Galaxy F34 5G ফোন পাওয়া যাচ্ছে 4,500 টাকা কম দামে, চলু দেখে নেওয়া যাক ডিটেইলস। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: অসাধারণ ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে ওয়্যারলেস চার্জার

Samsung Galaxy F34 5G এর দাম

গত আগস্ট মাসে ভারত এই 5G ফোনটি লঞ্চ হয়েছিল। দুটি মেমরি ভেরিয়েন্ট সহ এই ফোনের প্রাথমিক লঞ্চ প্রাইস 18,999 টাকা রাখা হয়েছিল। লঞ্চের মাত্র দুই মাস পরেই এই ফোনটি 4,500 টাকা সস্তায় কেনা যাচ্ছে। এই অফারের মধ্যে কোম্পানির পক্ষ থেকে 2,500 টাকা কোম্পানির পক্ষ থেকে ছাড় দেওয়া হচ্ছে এবং ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

Samsung Galaxy F34 5G এর ডিসকাউন্ট

স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ডিসকাউন্ট সেল প্রাইস
6GB RAM + 128GB Storage ₹18,999 ₹2,500 ₹16,499
8GB RAM + 128GB Storage ₹20,999 ₹2,500 ₹18C,499

 

Samsung Galaxy F34 5G এর অফার

ব্যাঙ্ক অফার স্যামসাং ওয়েবসাইট ফ্লিপকার্ট
₹1500 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
HDFC Credit/Debit Card
10% Cash Back Axis Bank Credit Card
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹1500) Bank of Baroda Credit Card
10% ডিসকাউন্ট (সর্বোচ্Cচ ₹2000) Bank of Baroda Credit Card EMI
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹1250) ICICI Bank Debit Card
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹2000) ICICI Bank Debit Card EMI
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹2000) ICICI Bank Credit Card EMI
10% ডিসকাউন্ট (अधिकतम ₹1500) IDFC FIRST Bank Credit Card
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹2000) IDFC FIRST Bank Credit Card EMI
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹1500) Yes Bank Credit Cards
10% ডিসকাউন্ট (সর্বোচ্চ ₹2000) Yes Bank Credit Card EMI

 

ফ্লিপকার্ট ওপেন করার জন্য এখানে ক্লিক করুন
স্যামসাং ওয়েবসাইট ওপেন করার জন্য এখানে ক্লিক করুন

নোট: এই অফারের ভ্যালিডিটি সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ব্যাঙ্ক কার্ডের ওপর প্রযোজ্য অফারে পরিবর্তন করা হতে পারে।

Samsung Galaxy F34 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy F34 5G ফোনে 6.5 ইঞ্চির এফএইচডি+ এস এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে নিটস পীক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট এবং সিকিউরিটির জন্য গোরিলা গ্লাস 5 এর কোটিং রয়েছে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Exynos 1280 প্রসেসর যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনটি 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে সেল করা হয়। এছাড়া ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: Samsung Galaxy F34 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব।
  • অন্যান্য: 5G কানেক্টিভিটির জন্য এতে 11 5G ব্যান্ড, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • OS: Samsung Galaxy F34 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং OneUI 5.1 ইউআইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here