গত মাসে লঞ্চ হওয়া Galaxy F15 5G ফোনে ডিসকাউন্ট দিচ্ছে Samsung, জেনে নিন কত সস্তায় কেনা যাবে এই ফোন

4 মার্চ 2024 এ ভারতীয় বাজারে Samsung তাদের সস্তা Galaxy F15 5G ফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 6GB RAM, 50MP Camera, sAMOLED Screen এবং 6,000mAh Battery ফিচারের মতো স্পেসিফিকেশন সহ পেশ করেছিল। এবার লঞ্চের মাত্র এক মাস পরেই কোম্পানি Galaxy F15 5G ফোনের দামে ডিসকাউন্ট জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং অফার সহ অন্যান্য বিষয়ে সম্পর্কে।

Samsung Galaxy F15 5G এর দাম

এই স্যামসাঙের এই ফোন 4GB RAM এবং 6GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। এই ফোনের 4GB দাম 12,999 টাকা এবং 6GB দাম 14,499 টাকা রাখা হয়েছিল। এবার কোম্পানি এই স্মার্টফোনে 500 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। আজ এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 12,499 টাকা এবং 13,999 টাকায় কেনা যাবে। Samsung Galaxy F15 5G ফোনটি Light Green, Light Voilet এবং Black কালার অপশনে সেল করা হয়।

এই Samsung Scheme কুড়ি দিনের জন্য জারি করা হয়েছে, যা 10 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে 30 এপ্রিল পর্যন্ত। এই তারিখের মধ্যে Samsung Galaxy F15 5G ফোনটি 500 টাকা সস্তায় কেনা যাবে। কোম্পানি এই অফারটি অফলাইন বাজারে জন্য পেশ করা হয়েছে। স্যামসাঙ স্টোরের পাশাপাশি সমস্ত মোবাইল শপ ও রিটেল স্টোরের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটে এবং শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোন লঞ্চের দামেই সেল করা হচ্ছে।

Samsung Galaxy F15 5G এর ফটো

Samsung Galaxy F15 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F15 5G ফোন Super AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.5 ইঞ্চির Full HD+ ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি ডিসপ্লে 90হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 6100+ চিপসেট সহ পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসর 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz 2X Arm Cortex-A76 এবং 2.0GHz 6X Arm Cortex-A55 সিপিউ সহ কাজ করে।

ক্যামেরা: Samsung Galaxy F15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP মেইন সেন্সর, 5MP Ultra wide ক্যামেরা এবং 2MP Macro lens দেওয়া হয়েছে। এই ফোনে 13MP Selfie Camera যোগ করা হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy F15 5G ফোনে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 6,000mAh Battery সহ লঞ্চ হওয়া এই ফোনটি 2 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনে 25ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: Samsung Galaxy F15 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 সালের Android Upgrade এবং 5 সালের Security Update দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here