সম্প্রতি Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর পক্ষ থেকে জানানো হয়েছিল তাঁরা নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে এবং এটি ‘টার্বো’ নামে পেশ করা হবে। এই সিরিজে প্রথম স্মার্টফোন Redmi Turbo 3 নামে লঞ্চ হতে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে Redmi Turbo 3 ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ এই ফোনটি সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।
Redmi Turbo 3 এর লঞ্চ ডিটেইলস
10 এপ্রিল চীনে Redmi Turbo 3 স্মার্টফোন লঞ্চ করা হবে। চীনে 10 এপ্রিল সন্ধ্যা 7 টায় Redmi Turbo 3 ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকাল 4 টে বেজে 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। জানিয়ে রাখি রেডমির নতুন ‘টার্বো সিরিজটি এখন শুধু মাত্র চীনেই সেল করা হবে অর্থাৎ এই Redmi Turbo 3 সিরিজটি এখন ভারতে লঞ্চ করা হবে না।
Redmi Turbo 3 এর প্রসেসর
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Turbo 3 ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1 3.0GHz (Cortex-X4) + 4 2.8GHz (Cortex-A720) + 3 2.0GHz (Cortex-A520) কোর চিপসেট রয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী Redmi Turbo 3 ফোনটি 1.75 million AnTuTu Score পেয়েছে।
Redmi Turbo 3 এর স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ 120Hz OLED display
- 200MP OIS Camera
- 16GB RAM + 512GB Storage
- Android 14 + HyperOS
- 5,500mAh Battery
- 90W Fast Charging
ডিসপ্লে: Redmi Turbo 3 স্মার্টফোনটি 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 1220 পিক্সেল রেজোলিশন ডিসপ্লে সহ ওএলইডি প্যানেলে তৈরি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে।
ক্যামেরা: প্রকাশ্যে আসা ফটো অনুযায়ী Redmi Turbo 3 স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে। এতে ম্যাক্রো সেন্সরও যোগ করা হতে পারে।
মেমরি: লিক অনুযায়ী রেডমি ফোনটিতে 16 জিবি RAM সাপোর্ট করবে। এই ফোনটির পাওয়ারফুল ভেরিয়েন্ট হিসেবে 12 জিবি RAM সহ দেখা যেতে পারে। তবে ফোনটিত 512 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 3 স্মার্টফোনটিতে 5,500এমএএচ ব্যাটারি যোগ করা হতে পারে। তবে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জিঙের জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।