Jio Cinema-কে টক্কর দেবে Disney+ Hotstar, ফ্রিতে দেখা যাবে এশিয়া কাপ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ

Highlights

  • Disney+ Hotstar এ দেখা যাবে বিশ্বের দুটি বড় ক্রিকেট টুর্নামেন্ট।
  • জিও সিনেমাকে টক্কর দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছে হটস্টার।
  • বিনামূল্যে আইপিএল 2023 দেখিয়ে রেকর্ড ভিউ পেয়েছে জিও সিনেমা।

Disney+ Hotstar ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য অসাধারণ উপহার নিয়ে এসেছে। এশিয়া কাপ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো আগামী ক্রিকেট টুর্নামেন্টগুলি ইউজাররা তাদের ফোনে বিনামূল্যে দেখতে পারবেন। ফ্রিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দেখানর পর Jio Cinema কে কড়া চাপে ফেলার জন্য হটস্টার এই পদক্ষেপ নিয়েছে। জিও সিনেমা বিগত ক্রিকেট টুর্নামেন্টে রেকর্ড গড়ে 44.9 কোটি ভিউ পেয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Ponniyin Selvan II সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

উদ্দেশ্য ইউজার এক্সপেরিয়েন্স আরও ভালো করা

এক্সচেঞ্জ4 মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ডিজনি প্লাস হটস্টারের প্রধান সঞ্জিত শিবনন্দন জানিয়েছেন ভারতে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলা ওটিটি ইন্ডাস্ট্রির লিস্টে হটস্টার আগাগোড়াই যথেষ্ট এগিয়ে রয়েছে। ইউজারদের এক্সপেরিয়েন্স আরও উন্নত করে তোলার জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে নতুন নতুন প্রোজেক্টে কাজ করা হচ্ছে। এশিয়া কাপ এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই প্ল্যাটফর্মেই দেখা যাবে। আরও জানা গেছে ফ্রিতে এত বড় দুটি ক্রিকেট টুর্নামেন্ট দেখিয়ে হটস্টার বেশি সংখ্যক মোবাইল ইউজারদের নাগালে পৌঁছাতে চাইছে।

আইপিএল দেখিয়ে রেকর্ড গড়েছে জিও সিনেমা

JioCinema এর কাছে IPL 2023 এর ডিজিটাল স্ট্রীমিং রাইট ছিল। সমস্ত ইউজারদের জন্য জিও এই টুর্নামেন্ট ফ্রিতে দেখানোর ব্যাবস্থা করেছিল। IPL এর ফাইনাল ম্যাচের দিন জিও সিনেমা এক সঙ্গে 3.2 কোটি ইউজারদের খেলা দেখিয়ে নতুন রেকর্ড গড়েছে। ের আগে 2019 সালে ডিজনি প্লাস হটস্টারে আইপিএলের সময় 2.5 কোটি ইউজার এক সঙ্গে খেলা দেখেছিল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

কমে চলেছে ডিজনি প্লাস হটস্টারের ইউজারবেস

সিএলএসএর থেকে পাওয়া খবর অনুযায়ী রিইউটার জানিয়েছে জিওর পক্ষ থেকে বিনামূল্যে আইপিএল দেখানোর ফলে ডিজনি প্লাস হটস্টারের গ্রাহকদের সংখ্যা প্রায় 50 লক্ষ পর্যন্ত কমে গেছে। ক্রমশ কমতে থাকা ইউজারবেস আবার বাড়ানোর জন্যই ডিজনি প্লাস হটস্টার ফ্রিতে এশিয়া কাপ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখাতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here