এক্সক্লুসিভ : 13,999 টাকা দামে লঞ্চ হবে 5,000 এমএএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত মোটো জি7 পাওয়ার

লেনোভো অধিকৃত মোটোরোলা কিছু দিন আগে তাদের মোটো জি7 সিরিজের ওপর থেকে পর্দা সরিয়ে এক সঙ্গে চারটি নতুন স্মার্টফোন মোটো জি7, মোটো জি7 প্লে, মোটো জি7 প্লাস ও মোটো জি7 পাওয়ার লঞ্চ করে। এই চারটি ফোন আপাতত ব্রাজিলে সেল করা হচ্ছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য দেশে সেল করা হবে। মোটোরোলার ভারতে মোটো জি7 সিরিজ লঞ্চের আগেই আমরা মোটো জি7 পাওয়ারের ভারতীয় ভেরিয়েন্ট ও এর দাম সম্পর্কে জানতে পেরেছি। তথ্য অনুযায়ী ভারতে মোটো জি7 পাওয়ার 13,999 টাকা দামে লঞ্চ করা হবে।

28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে রেডমি নোট 7, জেনে নিন পুরো ডিটেইলস ও স্পেসিফিকেশন

91মোবাইলসের পাওয়া খবর অনুযায়ী ভারতে আপাতত মোটো জি7 পাওয়ারের 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। জানা গেছে এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে। মোটো জি7 পাওয়ার ভারতে 13,999 টাকা দামে সেল করা হবে। মোটোরোলা এখনও পর্যন্ত মোটো জি7 পাওয়ারের লঞ্চ ডেট জানায়নি। আশা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ভারতে মোটো জি7 সিরিজ লঞ্চ করা হবে।

মোটো জি7 পাওয়ার
মোটো জি7 সিরিজের মধ্যে এই ফোনটির ব‍্যাটারী সবচেয়ে বড়। এর নামের সঙ্গে মিল রেখে মোটো জি7 পাওয়ারে 5,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাটারী 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 1520 × 720 পিক্সেল রেজলিউশনওয়ালা 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে।

48 এমপি ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ওপ্পো এফ11 প্রো, জানিয়েছে কোম্পানি

অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মোটো জি7 পাওয়ার কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে। কোম্পানি এতে 64 জিবি মেমরি দিয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 পাওয়ারের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

মোটো জি7 পাওয়ার ভারতে কবে লঞ্চ হবে সেবিষয়ে এখনও কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে মোটো জি7 পাওয়ারের সঙ্গে সঙ্গে এই সিরিজের অন‍্যান‍্য ফোনগুলি সম্পর্কে ঘোষণা করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here