48 এমপি ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ওপ্পো এফ11 প্রো, জানিয়েছে কোম্পানি

91মোবাইলস কিছু দিন আগে এক্সক্লুসিভ খবর দিয়েছিল যে টেক কোম্পানি ওপ্পো খুব তাড়াতাড়ি ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এটি এফ11 প্রো নামে লঞ্চ করা হবে। খবর ছাপার বেরানোর এক সপ্তাহ পরে ওপ্পো ইন্ডিয়া আমাদের রিপোর্টের সত‍্যতা বলে দিয়েছে এবং অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে এফ11 প্রো আনতে চলেছে। ওপ্পো আপাতত ফোনটির লঞ্চ ডেট জানায়নি কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ হবে বলে জানা গেছে।

সমস্ত জিও ইউজারদের জন্য খুবই কার্যকর এই ট্রিক

ওপ্পো ইন্ডিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কোম্পানি আগামী দিনে এফ11 প্রো ভারতে লঞ্চ করতে চলেছে। ফোনটির নাম ঘোষণার সঙ্গে কোম্পানি আরও জানিয়েছে ওপ্পো এফ11 প্রো 48 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। ক‍্যামেরার কথা বলার সঙ্গে সঙ্গে ওপ্পো আরও বলে এফ11 প্রো এআই আল্ট্রা ক্লিয়ার ইঞ্জিন টেকনিকযুক্ত হবে যা সুপার নাইট মোডের সঙ্গে অসাধারণ ফোটোগ্ৰাফ ক‍্যাপচার করতে সক্ষম।

ওপ্পো এফ11 প্রোর ডিজাইন
ওপ্পো এফ11 প্রো ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে কোনোরকম নচ থাকবে না। ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো সেলফি ক‍্যামেরা বা সেন্সর নেই এবং এই ফোনে ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। এই ফোনে পপ আপ সেলফি ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র এই ক‍্যামেরা ফোন বডির মাঝখান থেকে বেরিয়ে আসবে।

শাওমি রেডমি নোট 7 ও নোট 7 প্রো ভারতে লঞ্চের আগেই জেনে নিন ফোনের সব তথ্য

ওপ্পো এফ11 প্রোর এক্সক্লুসিভ স্পেসিফিকেশন
ওপ্পো এফ11 প্রোর সেলফি ক‍্যামেরা 32 মেগাপিক্সেলের হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ওপ্পো এফ11 প্রোর ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। শোনা গেছে ওপ্পো তাদের এই ফোনে 6 জিবি র‍্যাম দিতে পারে। ওপ্পো এফ11 প্রোতে 128 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে। ওপ্পোর এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএসের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করবে।

ওপ্পো এখনও পর্যন্ত এফ11 প্রোর লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি তবে আশা করা হচ্ছে এই স্মার্টফোন মার্চের প্রথম সপ্তাহে লঞ্চ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here