আসতে চলেছে OPPO Reno S, এতে থাকবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট এবং 65 ওয়াট Super VOOC 2.0 টেকনোলজি

OPPO গত মাসে ভারতীয় বাজারে তাদের “রেনো” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল, এগুলি যথাক্রমে OPPO Reno 2, OPPO Reno 2Z এবং OPPO Reno 2F। এই তিনটি স্মার্টফোন‌ই সবার আগে ভারতে লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে OPPO Reno 2 বিশ্বের প্রথম এমন স্মার্টফোন যা কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে 20x Digital Zoom এবং 5x Hybrid Zoom সাপোর্ট করে। Reno 2 সিরিজের সঙ্গে নিজেদের ঐতিহ্য এক ধাপ এগিয়ে নেওয়া কোম্পানি OPPO এই সিরিজের বিস্তার করতে চলেছে। OPPO খুব তাড়াতাড়ি ভারতে আরও একটি নতুন স্মার্টফোন OPPO Reno S লঞ্চ করতে চলেছে। 

আরও পড়ুন : এখন চলন্ত ট্রেনেও পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধা, জানালেন রেলমন্ত্রী

আমরা OPPO Reno S সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি যে কোম্পানি “রেনো 2” সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটিই OPPO Reno S নামে বাজারে পেশ করা হবে। OPPO Reno S এর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই ফোনটি এই বছর‌ই লঞ্চ করে দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এবছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে OPPO Reno S লঞ্চ করা হবে এবং এই ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্ট্রি নেবে। 

OPPO Reno S 

ওপ্পো রেনো সিরিজের এই আগামী সম্পর্কে আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী OPPO Reno S ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। OPPO Reno S এর মাধ্যমে কোম্পানি Realme, Redmi এবং Samsung এর লিস্টে নাম লেখাবে। OPPO Reno S এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। অর্থাৎ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ এই ফোনে মোট চারটি রেয়ার ক‍্যামেরা সেন্সর থাকবে। 

আরও পড়ুন : BSNL-MTNL সম্পর্কে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সমস্যার মুখে Jio ও Airtel

OPPO Reno S ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত হবে যা ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এন্ট্র নেবে। এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 প্লাস দেওয়া হবে। OPPO Reno S ফোনটি কোম্পানি তাদের লেটেস্ট চার্জিং টেকনোলজি 65 ওয়াট Super VOOC 2.0 যুক্ত করে বাজারে আনা হবে। OPPO Reno S একটি ফ্ল‍্যাগশিপ ফোন হবে এবং মনে করা হচ্ছে ভারতে ফোনটি 40,000 টাকার বেশি বাজেটে লঞ্চ করা হবে। 

OPPO Reno 2 সিরিজ

ভারতে আগেই পেশ করা OPPO Reno 2 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মার্কেটে এই ফোনটির দাম 36,990 টাকা। অন‍্যদিকে OPPO Reno 2F ফোনটি ভারতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 25,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের তৃতীয় স্মার্টফোন OPPO Reno 2Z 29,990 টাকা দামে মার্কেটে এন্ট্রি নিয়েছে এবং এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here