এখন চলন্ত ট্রেনেও পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধা, জানালেন রেলমন্ত্রী

বর্তমানে ভারতের আধুনিকায়ন অত্যন্ত দ্রুতগতিতে হয়ে চলেছে। এখন ভারত বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কনজিউমারে পরিণত হয়েছে। ভারতে ব‍্যবহার হ‌ওয়া ইন্টারনেট ডেটার পরিমাণ বিশ্বের অনেক বড় রাষ্ট্রের তুলনায় যথেষ্ট বেশি। দেশের প্রতিটি নাগরিককে ইন্টারনেট পরিষেবা পৌঁছনোর জন্য একদিকে যেমন সব টেলিকম কোম্পানি অত্যন্ত দ্রুত কাজ করছে তেমনই অন‍্যদিকে ভারত সরকার দেশে ইন্টারনেট আরও সুলভ ও সুগম করার জন্য বিভিন্ন নীতি গ্ৰহণ করছে। প্রতিটি ভারতবাসীকে সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের রেলমন্ত্রী ঘোষণা করেছে তাঁর প্রচেষ্টা দেশের সমস্ত রেলে ওয়াইফাই পরিষেবা। 

আরও পড়ুন : Redmi কে আবার টক্কর দেবে Realme, তৈরি হচ্ছে Realme 5s

প্রতিটি ট্রেনে ওয়াইফাই দেওয়ার কথা বলে রেলমন্ত্রী পিযুষ গয়াল জানিয়েছেন যে এই মুহুর্তে তাঁর চেষ্টা আগামী চার থেকে সাড়ে চার বছরের মধ্যে দেশের চলমান প্রতিটি ট্রেনে ওয়াইফাই পরিষেবা যোগ করা। মিডিয়া সাক্ষাৎকারে পিযুষ গয়াল বলেছেন ভারতীয় রেলকে ওয়াইফাই যুক্ত করার জন্য বেশ বড় ধরনের বিনিয়োগ করতে হবে। যদি সত্যি প্রতিটি ট্রেনে ওয়াইফাইয়ের সুবিধা দেওয়া যায় তবে এর ফলে শুধুমাত্র রেলযাত্রীরাই যে উপকৃত হবেন তা নয়, এর ফলে রেলের সুরক্ষাব‍্যাবস্থাও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এর জন্য রেললাইনের পাশে টাওয়ার বসানোর সঙ্গে সঙ্গে ট্রেনের ভেতরেও রাউটারের মতো যন্ত্র লাগাতে হবে। 

রেলমন্ত্রীর কথা অনুযায়ী রেল বিভাগ ইতিমধ্যে এই পরিকল্পনায় কাজ শুরু করে দিয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে চলন্ত ট্রেনের মধ্যে বসে রেলযাত্রীরা ফ্রি ওয়াইফাই পরিষেবা উপভোগ করতে পারবেন। পিযুষ গয়াল আরও জানিয়েছেন এই মুহূর্তে ভারতে 5,150টি রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবার ব‍্যাবস্থা আছে এবং আগামী বছরের মধ্যে এই সংখ্যা বেড়ে 6,400 হয়ে যাবে। রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা দেওয়ার পর এবার চলন্ত ট্রেনের মধ‍্যেও ওয়াইফাই সার্ভিস চালু করার পরিকল্পনা করা হয়েছে। ট্রেন চলাচল ব‍্যাবস্থা পরিচালনার জন্য যে সিগন্যাল সিস্টেম আছে সেখানেও সরকার ওয়াইফাই সংযুক্তিকরণের কথা ভাবছে। 

আরও পড়ুন : Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার

রেলযাত্রা হবে সুরক্ষিত

ট্রেনে ওয়াইফাইয়ের সুবিধা আসলে ইন্টারনেট ব‍্যবহার সহজ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে রেলযাত্রাও আরও সুরক্ষিত হয়ে উঠবে। পিযুষ গয়াল জানান রেলে ওয়াইফাই পরিষেবা চালু হলে ট্রেনের প্রতিটি কোচে সিসিটিভি লাগানো হবে এবং এই সিসিটিভির লাইভ ফুটেজ স্থানীয় পুলিশ থানায় দেখানো হবে। এভাবেই রেলের ওয়াইফাই পরিষেবা সুরক্ষা ব‍্যাবস্থাকেও শক্তিশালী করে তুলবে। তিনি আরও বলেন রেলে ওয়াইফাই পরিষেবা চালু করতে হলে রেল বিভাগকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে এবং এর জন্য রেল বিভাগের বিদেশী বিনিয়োগ ও টেকনোলজির সাহায্য প্রয়োজন হবে। 

ফ্রি ওয়াইফাই পরিষেবাসহ রেলস্টেশন

এই মুহূর্তে ভারতের 5,150টি রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়া হচ্ছে। এইসব রেলস্টেশনের পুরো ক‍্যাম্পাস ওয়াইফাই জোন বানানো হয়েছে, যেখানে যে কোনো প্ল‍্যাটফর্ম বা স্টেশনের যে কোনো স্থানে বসে বিনামূল্যে ওয়াইফাইয়ের সুবিধা উপভোগ করা যায়। ভারতীয় রেল বিভাগের স্টেশনগুলিতে ওয়াইফাই যোগ করার কাজ রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া করেছে। 

আরও পড়ুন : কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

প্রতিদিন একটি করে স্টেশন পেয়েছে ওয়াইফাই পরিষেবা

ভারতের রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা দেওয়ার এই মিশন 2016 সালে শুরু করা হয়েছিল এবং 2 বছর 3 মাসের মধ্যে কর্পোরেশনের পক্ষ থেকে দেশের 1,000টি স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। রেলটেলের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে 37টি স্টেশনে ওয়াইফাই জোন গড়ে তোলা হয়েছে এবং প্রতিদিন কমপক্ষে দেশের একটি স্টেশন ওয়াইফাই স্টেশনে পরিণত হয়েছে। 

এই প্রসঙ্গে জানিয়ে রাখি দেশের প্রথম ওয়াইফাই পরিষেবাযুক্ত রেলওয়ে স্টেশন ছিল মুম্বাই সেন্ট্রাল আবার ওয়াইফাই জোনে পরিবর্তিত হ‌ওয়া 1,000তম রেলস্টেশন‌ও ছিল মুম্বাইয়ের, স্টেশন রেড রোড। রেলটেল ডেটা ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে রেলস্টেশনে ওয়াইফাই সেট‌আপ লাগানোর কাজে ডেটা ট্রাস্টকে ভাগিদার বানিয়েছে। তারা ভারতের বিভিন্ন রেলস্টেশনকে আলাদা পয়েন্টের ভিত্তিতে বি, সি, ডি এবং ই ক‍্যাটাগরিতে ভাগ করেছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here