কিছু দিন আগে আমরা খবর দিয়েছিলাম যে স্যামসাং এম সিরিজে তাদের নতুন ফোন আনতে চলেছে। এই সিরিজে কোম্পানি সর্বপ্রথম গ্যালাক্সি এম10 ও গ্যালাক্সি এম20 লঞ্চ করবে। কোম্পানি এবিষয়ে কিছু না বললেও আমরা কিছু দিন আগে জানিয়ে দিয়েছিলাম কোম্পানি এই সিরিজের দুটি স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। ফোনগুলির কাজ কোম্পানির ভারতে অবস্থিত গ্ৰেটার নয়ডার ফ্যাক্টরীতেই করা হচ্ছে। আজ 91মোবাইলস এবিষয়ে আরও বড় একটি খবর পেয়েছে।আমরা স্যামসাং গ্যালাক্সি এম20 এর স্ক্রিন প্যানেল পেয়েছি যার থেকে এর লুক সম্পর্কে আন্দাজ করা যায়।
শাওমিকে টক্কর দিতে মীজু ভারতে লঞ্চ করল দুটি সস্তা দামে অসাধারণ স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এম20 নচ স্ক্রিনের সঙ্গে পেশ করা হবে। ফোটোয় নচ খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। কয়েক দিন আগে লঞ্চ করা স্যামসাং গ্যালাক্সি এ8এসে একটু সাইডে ও ইনফিনিটি নচ দেওয়া হয়েছিল। কিন্তু এই ফোনে মাঝখানেই নচ থাকবে। সবচেয়ে বড় কথা এবার ওয়াটারড্রপের শেপে ইনফিনিটি নচ দেওয়া হয়েছে। সাইডের বেজল দেখলে বুঝতে পারবেন পুরোনো স্যামসাং ফোনের তুলনায় এর বেজল আরও সরু করা হয়েছে। এবং নিচের দিকের বেজলও যথেষ্ট পাতলা। এই প্যানেল স্যামসাঙের সঙ্গে যুক্ত একটি সোর্স থেকেই পাওয়া গেছে।
আগেই জানা গেছে স্যামসাং তাদের গ্যালাক্সি এম সিরিজে সবার আগে গ্যালাক্সি এম10 ও গ্যালাক্সি এম20 লঞ্চ করবে এবং এইদুটি ফোন বিপুল পরিমাণ প্রোডাকশনের জন্য কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আজ জানা গেল কোম্পানি সর্বপ্রথম গ্যালাক্সি এম20 পেশ করতে পারে এবং এই ফোনটি আগামী জানুয়ারির মধ্যে লঞ্চ করা হতে পারে।
কিছু দিন আগে স্যামসাং গ্যালাক্সি এম10 ও গ্যালাক্সি এম20 সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনের র্যাম ও প্রসেসর সম্পর্কেও বলা হয়েছে। গীকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম20 ফোনটি এসএম-এম205এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি এক্সনোস 7885 যুক্ত এবং এতে 1.5 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসর দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে ফোনটিতে 3 জিবি র্যামের কথা বলা হয়েছে।
প্রসঙ্গত স্যামসাঙের এই 7885 চিপসেটে অক্টাকোর (হেক্সাকোর + ডুয়েল কোর) প্রসেসর আছে। হেক্সাকোরটি ক্লক স্পীড 1.6 গিগাহার্টস যুক্ত এবং এটি কর্টেক্স-এ53 আর্কিটেকচারে কাজ করে। এবং ডুয়েল কোর 2.2 গিগাহার্টসের কর্টেক্স-এ73 সাপোর্ট করে যা হাই পারফরম্যান্সের জন্য বিখ্যাত।
গ্যালাক্সি এম10 সম্পর্কে জানা গেছে এতেও 3 জিবি র্যাম থাকবে। এই ফোনটি এক্সনোস 7870 চিপসেট যুক্ত হবে।